জানুয়ারি মাসে খুলনা জেলা ও মহানগরীতে ৫টি খুনের ঘটনা ঘটেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি মাসের সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞাপন
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দীপংকর দাশ বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলায় জানুয়ারি মাসে রাহাজানি একটি, চুরি ৬টি, খুন ৩টি, ধর্ষণ ৪টি, নারী ও শিশু নির্যাতন ২টি, মাদকদ্রব্য বিষয়ক ৪১টি এবং অন্যান্য ৪৬টিসহ মোট ১০৩টি মামলা হয়েছে, যা বিগত মাসের চেয়ে ৮টি কম।
অন্যদিকে মহানগরীতে জানুয়ারি মাসে ডাকাতি ২টি, চুরি ১৪টি, খুন ২টি, অস্ত্র আইনে ৪টি, দ্রুত বিচার ৩টি, ধর্ষণ ৫টি, অপহরণ ২টি, নারী ও শিশু নির্যাতন ১৪টি, মাদকদ্রব্য বিষয়ক ৮৩টি এবং অন্যান্য ৪৯টিসহ মোট ১৭৮টি মামলা হয়েছে যা বিগত মাসের চেয়ে ৩১টি বেশি।