ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১০০ তে ৯০ পেলেন ডমিঙ্গো, হাথুরুসিংহে কত?

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন নুরুল হাসান সোহান। তবে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে রান করে যাচ্ছেন। বিসিবির নির্বাচকরাও জানিয়েছেন, সোহানের দিকে পূর্ণ নজর রয়েছে তাদের।
সবশেষ গ্লোবাল সুপার লিগে রানার্স-আপ হয়েছে সোহানের নেতৃত্বাধীন দল রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক দুই প্রধান কোচকে নিয়ে।

সোহান বলছিলেন, ‘আমার কাছে মনে হয় রাসেল ডমিঙ্গো ১০০ এর মধ্যে ৯০ পাওয়ার মতো। কারণ তার ম্যান ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার উপর বিশ্বাস ছিলো। আর অবশ্যই হাথুরুসিংহের ক্ষেত্রে হয়তো তার প্ল্যান ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে কোন প্লেয়ারই তারে বিশ্বাস করতে পারতো না।’

ক্রিকেটারদের খারাপ সময়ে কোচের সাপোর্ট নিয়ে সোহান বলেন, ‘একটা প্লেয়ার যখন ভালো করবে, তার কিন্তু অনেক বেশি সাপোর্টের দরকার হয় না। কারণ সে এমনিই ভালো করছে। যখন একজন ক্রিকেটার খারাপ করবে, তখন তার সাপোর্টের দরকার হয়। যে সে ঐ খারাপ সময়টা থেকে কিভাবে বের হয়ে ভালো করতে পারে। কারণ যারা ন্যাশনাল টিমে খেলছে বাংলাদেশের হয়ে আগে খেলছে, এখন খেলছে বা ভবিষ্যতে খেলছে, সবাইরই কিন্তু কোয়ালিটি আছে এবং পারফর্ম করে, হয় ঘরোয়া বলেন বা কোথাও পারফর্ম করে আসছে। তো আপনার মানসিক শান্তিটা খুব গুরুত্বপূর্ণ। যে জায়গায় হাতুরুসিংহের অনেক বড় মিসিং ছিলো আমার কাছে মনে হয়।’

অধিনায়ক বা কোচদেরও পাশে থাকা উচিত বলেই মনে করেন সোহান, ‘কোচের প্রধান কাজটা থাকে কিন্তু পুরো দলটাকে একটা পরিবার হিসেবে গড়ে তোলা। কারণ ক্রিকেট মূলত একটি দলগত খেলা। তো আপনি দল হিসেবে যখন একসাথে থাকতে পারবেন, আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার একজন সঙ্গী আপনার খারাপ সময়ে আপনাকে সাপোর্ট করবে। এই পরিবেশটা তৈরি করলে ক্রিকেট আপনার অনেক বড় প্লেয়ারের থেকে আপনার যদি পরিবেশ এরকম থাকে বা টিম স্পিরিট থাকে, তখন দলটার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

১০০ তে ৯০ পেলেন ডমিঙ্গো, হাথুরুসিংহে কত?

আপডেট সময় ০৮:২৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন নুরুল হাসান সোহান। তবে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে রান করে যাচ্ছেন। বিসিবির নির্বাচকরাও জানিয়েছেন, সোহানের দিকে পূর্ণ নজর রয়েছে তাদের।
সবশেষ গ্লোবাল সুপার লিগে রানার্স-আপ হয়েছে সোহানের নেতৃত্বাধীন দল রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক দুই প্রধান কোচকে নিয়ে।

সোহান বলছিলেন, ‘আমার কাছে মনে হয় রাসেল ডমিঙ্গো ১০০ এর মধ্যে ৯০ পাওয়ার মতো। কারণ তার ম্যান ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার উপর বিশ্বাস ছিলো। আর অবশ্যই হাথুরুসিংহের ক্ষেত্রে হয়তো তার প্ল্যান ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে কোন প্লেয়ারই তারে বিশ্বাস করতে পারতো না।’

ক্রিকেটারদের খারাপ সময়ে কোচের সাপোর্ট নিয়ে সোহান বলেন, ‘একটা প্লেয়ার যখন ভালো করবে, তার কিন্তু অনেক বেশি সাপোর্টের দরকার হয় না। কারণ সে এমনিই ভালো করছে। যখন একজন ক্রিকেটার খারাপ করবে, তখন তার সাপোর্টের দরকার হয়। যে সে ঐ খারাপ সময়টা থেকে কিভাবে বের হয়ে ভালো করতে পারে। কারণ যারা ন্যাশনাল টিমে খেলছে বাংলাদেশের হয়ে আগে খেলছে, এখন খেলছে বা ভবিষ্যতে খেলছে, সবাইরই কিন্তু কোয়ালিটি আছে এবং পারফর্ম করে, হয় ঘরোয়া বলেন বা কোথাও পারফর্ম করে আসছে। তো আপনার মানসিক শান্তিটা খুব গুরুত্বপূর্ণ। যে জায়গায় হাতুরুসিংহের অনেক বড় মিসিং ছিলো আমার কাছে মনে হয়।’

অধিনায়ক বা কোচদেরও পাশে থাকা উচিত বলেই মনে করেন সোহান, ‘কোচের প্রধান কাজটা থাকে কিন্তু পুরো দলটাকে একটা পরিবার হিসেবে গড়ে তোলা। কারণ ক্রিকেট মূলত একটি দলগত খেলা। তো আপনি দল হিসেবে যখন একসাথে থাকতে পারবেন, আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার একজন সঙ্গী আপনার খারাপ সময়ে আপনাকে সাপোর্ট করবে। এই পরিবেশটা তৈরি করলে ক্রিকেট আপনার অনেক বড় প্লেয়ারের থেকে আপনার যদি পরিবেশ এরকম থাকে বা টিম স্পিরিট থাকে, তখন দলটার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।’