২৮ জুলাই সোমবার সকাল ১১ টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বন্দর উপজেলার অর্ধশতাধিক বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের সরকারি হিসাবে ৬৫,৭০০টি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। সেখানে ২০ লক্ষাধিক উচ্চশিক্ষায় শিক্ষিত পুরুষ মহিলা এই শিক্ষকতায় পেশায় রয়েছে। সেখানে এক কোটির কাছাকাছি শিশু শিক্ষার্থীরা লেখাপড়া করে। তার মধ্যে ১০ লক্ষের কাছাকাছি শিক্ষার্থী ৫ ম শ্রেনীতে পড়াশোনা করে। সরকার একটি প্রজ্ঞাপন করে কিন্ডারগার্টেন শিশুদের এ বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা মনে করি এ প্রজ্ঞাপনে শিশুদের মানবাধিকার লংঘন এবং শিশু অধিকার হরণ ও শিশু নির্যাতনের আওতায় পড়ে। আমরা এই প্রজ্ঞাপন বাতিল চাই এবং সকল শিক্ষার্থী সরকারি বেসরকারি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় যাহাতে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে প্রজ্ঞাপন স্থগিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন মাননীয় শিক্ষা উপদেষ্টার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
পরে শিক্ষকগণ বন্দর উপজেলা নির্বাহী অফিসার, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাইমারি শিক্ষা কর্মকর্তার বরাবর তাদের দাবীকৃত স্বারক লিপি পেশ করেন।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ড নারায়ণগঞ্জ জেলার সভাপতি এএইচএম শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হাসান কবির, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মহাসচিব সাইফুল ইসলাম রুবেল, সদস্য সচিব রফিকুল ইসলাম, বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, শামীমা আক্তার বর্ণা, রোকসানা আক্তার প্রমুখ।