নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন “যারা বিএনপিকে মনেপ্রাণে ভালোবাসে, তাদেরকে দলের সদস্য করতে হবে।
নতুন সদস্য সংগ্রহে শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মসজিদের ইমাম, কৃষক, শ্রমিক সকল শ্রেণি-পেশার মানুষকে বিএনপির সঙ্গে যুক্ত করতে হবে। গ্রুপিং থাকতে পারে, তবে ত্যাগী নেতাকর্মীরা যেন অবহেলিত না হন।”
রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় বন্দর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা বন্দর ও নারায়ণগঞ্জের মানুষের পক্ষে থাকতে চাই। এই এলাকাকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যারা অন্যায় ও অত্যাচারে লিপ্ত, তাদের হুঁশিয়ারি দিচ্ছি অবিলম্বে এসব বন্ধ করুন, না হলে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তিনি দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে রাজনীতি করি। তাই দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। সামনে নির্বাচন আসছে, যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে সাধারণ মানুষ কষ্ট পায়। কারণ জনগণই আমাদের শক্তি।”
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বন্দরে যারা লাঙ্গল মার্কায় নির্বাচন করে বা জাতীয় পার্টির হয়ে কাজ করেছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না।
এইসব লোক খুনি সেলিম ওসমানের দালালি করেছে। তারা মুখে মুখে বিএনপির কথা বলে, অথচ কাজ করে জাতীয় পার্টির জন্য। এদের কোনভাবেই বিএনপির সদস্যপদ দেওয়া যাবে না”।
বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, শহীদ যুবদল নেতা আবুল হোসেন স্বজনের পিতা জাকির হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন, বন্দর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, সহ- সভাপতি কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানস, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।