রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি ও ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) ভোরে গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬ লিটার বাংলা মদ, ২টি ট্যাটা, ১টি ছুরি, ২টি রামদা, ২টি দা, ১টি খেলনা পিস্তল, ১টি বল্লম ও ১টি হেমার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে গোলাকান্দাইল পূর্বপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়ার হোসন (২০), জাকির হোসেনের ছেলে সজীব মিয়া (২২), আসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫৫) ও জাকির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫)।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত চার আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।