ঢাকা , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না’ Logo জাকের নয়, ওয়ানডে সিরিজে সোহানেই ভরসা মিরাজের Logo পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩ হাজার, বেশি স্কুল-অফিসের সময় Logo আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে কীভাবে থাকবে Logo যুদ্ধ অবসানের নিশ্চয়তা চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন, নেতানিয়াহুর কণ্ঠে ভিন্ন সুর Logo বন্দরে ওসি-দারোগার বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে ইউপি সদস্যের অভিযোগ Logo রূপগঞ্জে ডহরগাওয়ে আলেম-ওলামাদের উদ্যোগে গান-বাজনা বন্ধ Logo বন্দর ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ Logo স্বৈরাচারের দোসর নূর জাহানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্র-জনতা Logo টঙ্গীবাড়ি থানায় চুরির ঘটনা

জাকের নয়, ওয়ানডে সিরিজে সোহানেই ভরসা মিরাজের

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবকটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিতে নেমে যদিও জাকের আলি ব্যক্তিগতভাবে অফফর্মে ছিলেন। উইকেটের পেছনের দায়িত্বও সামলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার অফফর্ম এবং মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নতুন করে ভাবাচ্ছে। যা টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও জায়গা করে দিতে পারে নুরুল হাসান সোহানকে।

বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সোহান। এর আগে টি-টোয়েন্টি দলে থাকলেও তাকে উইকেটের পেছনে দেখা যায়নি। তবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, জাকের নয় সোহানের ওপরই ভরসা রাখছেন তিনি। ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সোহানের প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা জানি সোহান বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন উইকেটরক্ষক। যদি বাংলাদেশের সেরা উইকেটরক্ষকের কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গায় আছে। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের ক্ষেত্রে তার সুযোগও বেশি থাকবে।’

বিশেষ করে অভিজ্ঞতার কারণেই জাকেরের চেয়ে সোহানকে এগিয়ে রাখছেন মিরাজ, ‘অধিনায়ক হিসেবে আমিও সেটাই চাইব। কারণ তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ খেলেছে। যদি সুযোগ পাওয়া যায়, আমি বিশ্বাস করি সোহান বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে।’

এর আগে ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডেতে খেলেছেন সোহান। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ফিনিশিংয়ে ব্যাটিং তার জন্য আবারও ফরম্যাটটিতে সুযোগ করে দিয়েছে। ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন সোহান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না’

জাকের নয়, ওয়ানডে সিরিজে সোহানেই ভরসা মিরাজের

আপডেট সময় ১১:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবকটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিতে নেমে যদিও জাকের আলি ব্যক্তিগতভাবে অফফর্মে ছিলেন। উইকেটের পেছনের দায়িত্বও সামলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার অফফর্ম এবং মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নতুন করে ভাবাচ্ছে। যা টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও জায়গা করে দিতে পারে নুরুল হাসান সোহানকে।

বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সোহান। এর আগে টি-টোয়েন্টি দলে থাকলেও তাকে উইকেটের পেছনে দেখা যায়নি। তবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, জাকের নয় সোহানের ওপরই ভরসা রাখছেন তিনি। ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সোহানের প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা জানি সোহান বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন উইকেটরক্ষক। যদি বাংলাদেশের সেরা উইকেটরক্ষকের কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গায় আছে। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের ক্ষেত্রে তার সুযোগও বেশি থাকবে।’

বিশেষ করে অভিজ্ঞতার কারণেই জাকেরের চেয়ে সোহানকে এগিয়ে রাখছেন মিরাজ, ‘অধিনায়ক হিসেবে আমিও সেটাই চাইব। কারণ তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ খেলেছে। যদি সুযোগ পাওয়া যায়, আমি বিশ্বাস করি সোহান বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে।’

এর আগে ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডেতে খেলেছেন সোহান। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ফিনিশিংয়ে ব্যাটিং তার জন্য আবারও ফরম্যাটটিতে সুযোগ করে দিয়েছে। ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন সোহান।