নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক এর ৬ নং ওয়ার্ডের (সিদ্ধিরগঞ্জের পদ্মা ডিপোতে) অসৎ কর্মকর্তাদের যোগ সাজেশে প্রতিদিন হাজার হাজার লিটার জ্বালানি তেল চুরির সংবাদে সিদ্ধিরগঞ্জ এর গোদনাইল বার্মাশীলে তোলপাড় শুরু হয়ে গেছে। এলাকার অনেক পাঠককে আমাদের দৈনিক রুদ্র কন্ঠ / রুদ্রবার্তা পত্রিকা কিনে এনে পড়তে দেখাগেছে। অনেক গ্রাহক পত্রিকা না পেয়ে ফটোকপি পড়তে দেখাগেছে। জানাগেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৬ নং ওয়ার্ডের মধ্যে বাংলাদেশ সরকারের পদ্মা ডেপু অবস্থিত। এখানে বিগত আওয়ামী লীগের সময়ে তেল চুরির হাট বসতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিদ আওয়ামী লীগের পতন হলে ডিপোর দায়িত্বে আসে পরিবর্তন। তেমনি রাজনৈতিক কারনে আওয়ামী লীগের দোসররা পালিয়ে গেলে বিএনপির কতিপয় লোকেরা দায়িত্বে আসে। বর্তমানে পদ্মা ডিপোর ম্যানেজার ও বিএনপি নেতাদের যোগসাজশে হাজার হাজার লিটার জ্বালানি তেল প্রকাশ্যে দিনের আলোতে ও রাতের আঁধারে গাড়ী থেকে চুরি করে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও সঙ্গবদ্ধ চোরের দল নদীর পাড়ে আলাদা মেশিনসহ ডিপোর মতো বসিয়ে সরাসরি জাহাজ থেকে হরহামেশা লক্ষ লক্ষ টাকা জ্বালানি তেল চুরি করে নিয়ে যাচ্ছে। কেউ বাধা দিচ্ছে না। আরও জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে সঙ্গবদ্ধ চক্রটি অবৈধ পন্থায় এগুলো করছে। এলাকাবাসী এসব সরকারি জ্বালানি তেল চুরি বন্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থানা শাখার দায়িত্ব রত কর্মকর্তার কঠোরতা কামনা করেছেন।
ঢাকা
,
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে তেল চুরির হাট: জ্বালানি তেল চুরি সংবাদ প্রকাশে গোদনাইলে তোলপাড় পত্রিকা পড়ার হিড়িক
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ১০:৩২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- 6
জনপ্রিয় সংবাদ