ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারল বার্সা

জয় দিয়েই চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করেছিল বার্সেলোনা। তবে ঘরের মাঠে ফিরে ধাক্কা খেল দলটি। এগিয়ে গিয়েও জিততে পারেনি হান্সি ফ্লিকের দল। প্রথমার্ধেই সমতা ফেরানোর পর শেষ সময়ের গোলে বার্সাকে তাদেরই মাঠে হারিয়েছে পযারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে বুধবার (১ অক্টোবর) রাতে ২-১ ব‍্যবধানে হেরেছে বার্সেলোনা।

চোটের জন‍্য দুই দলই এই ম‍্যাচে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পায়নি। একদিকে বার্সা পায়নি নিয়মিত গোলরক্ষক জোয়ান গার্সিয়া, রাফিনহা ও ফারমিন লোপেজকে। অন্যদিকে পিএসজি খেলতে নামে ওসমান দেম্বেলে, কাভারাটসখেলিয়াকে ছাড়াই। তবে ম্যাচে হয়েছে দারুণ লড়াই।

গতকাল রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেরান তরেস। প্রথমার্ধের শেষদিকে পিএসজিকে সমতায় ফেরান সেনি মায়ুলু। ম‍্যাচের শেষ সময়ে ব‍্যবধান গড়ে দেন গন্সালো রামোস। এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো পিএসজি। আর এই হারে ১৬ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। তাদের সমান ৩ পয়েন্ট মোট ১৩টি দলের।

 

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারল বার্সা

আপডেট সময় ১১:১৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

জয় দিয়েই চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করেছিল বার্সেলোনা। তবে ঘরের মাঠে ফিরে ধাক্কা খেল দলটি। এগিয়ে গিয়েও জিততে পারেনি হান্সি ফ্লিকের দল। প্রথমার্ধেই সমতা ফেরানোর পর শেষ সময়ের গোলে বার্সাকে তাদেরই মাঠে হারিয়েছে পযারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে বুধবার (১ অক্টোবর) রাতে ২-১ ব‍্যবধানে হেরেছে বার্সেলোনা।

চোটের জন‍্য দুই দলই এই ম‍্যাচে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পায়নি। একদিকে বার্সা পায়নি নিয়মিত গোলরক্ষক জোয়ান গার্সিয়া, রাফিনহা ও ফারমিন লোপেজকে। অন্যদিকে পিএসজি খেলতে নামে ওসমান দেম্বেলে, কাভারাটসখেলিয়াকে ছাড়াই। তবে ম্যাচে হয়েছে দারুণ লড়াই।

গতকাল রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেরান তরেস। প্রথমার্ধের শেষদিকে পিএসজিকে সমতায় ফেরান সেনি মায়ুলু। ম‍্যাচের শেষ সময়ে ব‍্যবধান গড়ে দেন গন্সালো রামোস। এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো পিএসজি। আর এই হারে ১৬ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। তাদের সমান ৩ পয়েন্ট মোট ১৩টি দলের।