৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় বন্দর ঝাউতলা কলাবাগ নুপুর কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর, বন্দর উপজেলা, বন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে বন্দর উপজেলার অন্তর্গত বন্দর ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা ও জননেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের আয়োজন করা হয়।
বন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রাজু আহম্মেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমান বিবিসিকে যে সাক্ষাৎকার দিয়েছেন ওই বক্তব্য মানুষ দেখেছেন, এতে তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। তারেক রহমান বলেছেন, যারা রাজপথে থেকেছেন বা থাকবেন, সেই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। জনগণের সাথে সংযোগ থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে। আপনারা বাড়ি বাড়ি যাবেন, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং তা চিহ্নিত করবেন। এলাকার সমস্যার সমাধান করবেন এবং তা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কে নিয়েই তা সমাধান করব। আপনারা সকল ত্যাগি নেতারা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ ঐক্যবদ্ধ ছাড়া কোন কিছুই আদায় করা যায় না। আমাদের নেতার কথায় আমরা সকলে আগামী নির্বাচনের জন্য তৈরি হচ্ছি। কিছু মানুষ আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা এ ষড়যন্ত্র সাকসেসফুল হতে দেবো না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করব। আপনাদেরকে নিয়ে আগামী নির্বাচনে ঝাপিয়ে পরবো।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মো. জাকির হোসেন,
যুগ্ম আহবায়ক ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, সহ সভাপতি মহিউদ্দিন শিশির।
বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দল সদস্য সচিব সোহেল প্রধান, আব্দুল মতিন, মোশারফ হোসেন, হারুন রশীদ লিটন, আরিফ হোসেন, মনির মল্লিক, আপেল মাহমুদ
সাহাদুল্লাহ মুকুল প্রমুখ।
উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আ. বাতেন, সাধারণ সম্পাদক শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন, আলী নুর, কোষাধক্ষ্য আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. দুলাল, দপ্তর সম্পাদক মো, শফিক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন, মো. শামীম সদস্য মো. আনিছ, মো. ফরিদ, মো. সেলিম, মো. শফি, মো. মুকবুল, মো রফিক, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শুক্কুর আহমেদ, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ সাধারণ সম্পাদক করিম, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ, সদস্য মো. খোকন, মো. রহমান, মো. নুর ইসলাম, স্বেচ্ছাসেবী দলের সদস্য সচিব সোহেল, মো. রুবেল কিবরিয়া।