টঙ্গীবাড়ী থানা ধীপুর ইউনিয়নের ডুলিহাটা গ্রামের,ডুলিহাটা বয়াতি বাড়ী জামে মসজিদ হইতে চুরি। আই পি এস এর মেশিন, আই পি এস এর ব্যাটারি, মাইকের পাওয়ার মেশিন, মাইকের বক্সের মেশিন চুরি। মসজিদের মোয়াজ্জেম মোঃ মতিউর রহমান (৩৬)পিতা মৃত আব্দুস সালাম তার বক্তব্য নেওয়া অনুযায়ী ০৬/১০/২০২৫ রোজ সোমবার দিবাগত রাত। জামাতের সহিত এশার নামাজ পড়ার পর,# আনুমানিক ৮.৪৫মিঃ এ দুইটা গেটে তালা বন্ধ করে তার নিজ স্থানে চলে আসেন এবং ৪.৪৫মিঃ এ ফজরের আযান# ও নামাজ পড়ার জন্য মসজিদে যান।গিয়ে বাহির থেকে দেখেন মসজিদের ভেতর বাহির পুরোটাই অন্ধকার। মেন গেটের তালা খুলে ভিতরে গিয়ে সুইচ টিপ দিয়ে বাতি জ্বালান।আযান দিতে গিয়ে দেখেন , মাইকের মেশিন নাই। খোঁজাখুঁজি করে দেখেন আইপিএসও ব্যাটারি নাই। আরেকটি ঘেটে গিয়ে দেখেন গেট ভাঙ্গা। মাইকের পাওয়ার মেশিন ২৫০ ভোল্ট ১টা, মাইকের বক্স মেশিন ১২০ বোল্ট এর ১টা আহুজা কোম্পানি।
আই পি এস এর মেশিন ২৪ ভোল্ট VA.আই পি এস এর ব্যাটারি ২টা ১২বোল্ট ১২বোল্ড করে, হামকো কোম্পানির। যারা আনুমানিক মূল্য এক লক্ষ টাকা। এই চুরির ঘটনা টুঙ্গিবাড়ী থানা অভিযোগ চলমান রয়েছে।