ঢাকা , সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কার্তিকের প্রশংসা করলেন কঙ্গনা

বলিউডে বহু তারকাই রয়েছেন যারা কঙ্গনা রানাওয়াতের নিশানায় পড়েছেন। তবে কঙ্গনা কারোরই প্রশংসা করেন না, সকলের সঙ্গেই ঝগড়া করেন, তেমনটাও নয়।

সম্প্রতি ঝগড়া বিবাদ ভুলে বহু তারকারই প্রশংসার পঞ্চমুখ হতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। যার মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান। সম্প্রতি কার্তিকের প্রশংসা শোনা গিয়েছিল কঙ্গনার গলায়। বলেছিলেন, কার্তিক বলিউডের কোনও ক্যাম্পের অংশ নন, নিজেই নিজের রাস্তা তৈরি করেছেন।

এবার ‘কুইন’ কঙ্গনার প্রশংসার পাল্টা প্রতিক্রিয়া দিলেন কার্তিক আরিয়ান। মুম্বইয়ে সাম্প্রতিক ইভেন্টের রেড কার্পেটে কার্তিক আরিয়ান বলেন, ‘আমার প্রশংসা করার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। আমিও কঙ্গনার কাজের একজন বড় ভক্ত। তাই ওর মতো কারোর কাছ থেকে প্রশংসা পেলে আমারও ভালো লাগবে। তাই, ধন্যবাদ জানাতে চাই।’ সম্প্রতি টুইটারে ‘আস্ক কঙ্গনা’ সেশনে অংশ নিয়েছিলেন ‘কুইন’।

সেখানেই এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কি কার্তিক আরিয়ানকে পছন্দ করেন?’ তার উত্তরে কঙ্গনা লিখেছিলেন, কার্তিক নিজেকে নিজে তৈরি করেছেন, উনি কোনও বি-টাউনের তথাকথিত শিবিরের অংশ নন। ও দুর্দান্ত।’ এদিন তারই উত্তর দিয়েছেন কঙ্গনা।

গত বছর বলিউডের ছবিগুলির ভরাডুবির মধ্যে কিছুটা হলেও ব্যবসা করেছিল কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া-২’। বক্স অফিসে কঙ্গনার ‘ধাকড়’কে ছাপিয়ে গিয়েছিল কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া-২’। তবে তারপরেও কার্তিকের প্রশংসাই করেছিলেন কঙ্গনা। ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘বলিউডের ছবির টিকিট বিক্রির খরা কাটানোর জন্য ভুল ভুলাইয়া-২ টিমকে শুভেচ্ছা। সঙ্গে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণীকেও।’ প্রসঙ্গত, ২০২১-এর এপ্রিলে ধর্মা প্রোডাকশনের দোস্তানা-২ থেকে সরিয়ে দেওয়া হয় কার্তিক আরিয়ানকে। যদিও ইতিমধ্যেই কার্তিক ছবির বেশকিছু অংশের শ্যুট করে ফেলেছিলেন বলে জানা যায়। আর এই ঘটনার পরই কঙ্গনাকে পাশে পেয়েছিলেন কার্তিক।

কঙ্গনার সঙ্গে করণ জোহর, ও তাঁর ঘনিষ্ঠ কারোর সম্পর্কই যে ভালো নয়, তা তো সকলেরই জানা। প্রায় দিনই তাঁদের ‘বলিউড মাফিয়া’ বলে কটাক্ষ করে থাকেন অভিনেত্রী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ ঘোষণা

কার্তিকের প্রশংসা করলেন কঙ্গনা

আপডেট সময় ০৪:৪৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

বলিউডে বহু তারকাই রয়েছেন যারা কঙ্গনা রানাওয়াতের নিশানায় পড়েছেন। তবে কঙ্গনা কারোরই প্রশংসা করেন না, সকলের সঙ্গেই ঝগড়া করেন, তেমনটাও নয়।

সম্প্রতি ঝগড়া বিবাদ ভুলে বহু তারকারই প্রশংসার পঞ্চমুখ হতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। যার মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান। সম্প্রতি কার্তিকের প্রশংসা শোনা গিয়েছিল কঙ্গনার গলায়। বলেছিলেন, কার্তিক বলিউডের কোনও ক্যাম্পের অংশ নন, নিজেই নিজের রাস্তা তৈরি করেছেন।

এবার ‘কুইন’ কঙ্গনার প্রশংসার পাল্টা প্রতিক্রিয়া দিলেন কার্তিক আরিয়ান। মুম্বইয়ে সাম্প্রতিক ইভেন্টের রেড কার্পেটে কার্তিক আরিয়ান বলেন, ‘আমার প্রশংসা করার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। আমিও কঙ্গনার কাজের একজন বড় ভক্ত। তাই ওর মতো কারোর কাছ থেকে প্রশংসা পেলে আমারও ভালো লাগবে। তাই, ধন্যবাদ জানাতে চাই।’ সম্প্রতি টুইটারে ‘আস্ক কঙ্গনা’ সেশনে অংশ নিয়েছিলেন ‘কুইন’।

সেখানেই এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কি কার্তিক আরিয়ানকে পছন্দ করেন?’ তার উত্তরে কঙ্গনা লিখেছিলেন, কার্তিক নিজেকে নিজে তৈরি করেছেন, উনি কোনও বি-টাউনের তথাকথিত শিবিরের অংশ নন। ও দুর্দান্ত।’ এদিন তারই উত্তর দিয়েছেন কঙ্গনা।

গত বছর বলিউডের ছবিগুলির ভরাডুবির মধ্যে কিছুটা হলেও ব্যবসা করেছিল কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া-২’। বক্স অফিসে কঙ্গনার ‘ধাকড়’কে ছাপিয়ে গিয়েছিল কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া-২’। তবে তারপরেও কার্তিকের প্রশংসাই করেছিলেন কঙ্গনা। ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘বলিউডের ছবির টিকিট বিক্রির খরা কাটানোর জন্য ভুল ভুলাইয়া-২ টিমকে শুভেচ্ছা। সঙ্গে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণীকেও।’ প্রসঙ্গত, ২০২১-এর এপ্রিলে ধর্মা প্রোডাকশনের দোস্তানা-২ থেকে সরিয়ে দেওয়া হয় কার্তিক আরিয়ানকে। যদিও ইতিমধ্যেই কার্তিক ছবির বেশকিছু অংশের শ্যুট করে ফেলেছিলেন বলে জানা যায়। আর এই ঘটনার পরই কঙ্গনাকে পাশে পেয়েছিলেন কার্তিক।

কঙ্গনার সঙ্গে করণ জোহর, ও তাঁর ঘনিষ্ঠ কারোর সম্পর্কই যে ভালো নয়, তা তো সকলেরই জানা। প্রায় দিনই তাঁদের ‘বলিউড মাফিয়া’ বলে কটাক্ষ করে থাকেন অভিনেত্রী।