ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমের আগে সুন্নত আমল

হজরত বারা ইবনে আযেব (রা.) থেকে বর্ণিত-নবীজি (সা.) আমাকে বললেন, যখন তুমি শোয়ার বিছানায় যেতে চাও, তখন তুমি নামাজের ওজুর মতো ওজু করবে। এরপর ডান পাশের ওপর কাত হয়ে শুয়ে পড়বে।

আর এ দোয়া পড়বে, ‘হে আল্লাহ! আমি আমার চেহারাকে (অর্থাৎ যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গ) তোমার হাতে সমর্পণ করলাম। আর আমার সব বিষয় তোমারই কাছে সমর্পণ করলাম এবং আমার পৃষ্ঠদেশ তোমার আশ্রয়ে সোপর্দ করলাম। আমি তোমার গজবের ভয়ে ভীত ও তোমার রহমতের আশায় আশান্বিত। তোমার কাছে ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ, আমি তার ওপর ঈমান এনেছি এবং তুমি যে নবী পাঠিয়েছ আমি তাঁর ওপর ঈমান এনেছি।’ অতঃপর তুমি যদি এ রাতেই মরে যাও, তোমার সে মৃত্যু স্বভাবধর্ম ইসলামের ওপরই গণ্য হবে। অতএব, তোমার এ দোয়াগুলো যেন তোমার এ রাতের সবশেষ কথা হয়। (বুখারি : ৬৩১১)

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঘুমের আগে সুন্নত আমল

আপডেট সময় ০৪:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

হজরত বারা ইবনে আযেব (রা.) থেকে বর্ণিত-নবীজি (সা.) আমাকে বললেন, যখন তুমি শোয়ার বিছানায় যেতে চাও, তখন তুমি নামাজের ওজুর মতো ওজু করবে। এরপর ডান পাশের ওপর কাত হয়ে শুয়ে পড়বে।

আর এ দোয়া পড়বে, ‘হে আল্লাহ! আমি আমার চেহারাকে (অর্থাৎ যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গ) তোমার হাতে সমর্পণ করলাম। আর আমার সব বিষয় তোমারই কাছে সমর্পণ করলাম এবং আমার পৃষ্ঠদেশ তোমার আশ্রয়ে সোপর্দ করলাম। আমি তোমার গজবের ভয়ে ভীত ও তোমার রহমতের আশায় আশান্বিত। তোমার কাছে ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ, আমি তার ওপর ঈমান এনেছি এবং তুমি যে নবী পাঠিয়েছ আমি তাঁর ওপর ঈমান এনেছি।’ অতঃপর তুমি যদি এ রাতেই মরে যাও, তোমার সে মৃত্যু স্বভাবধর্ম ইসলামের ওপরই গণ্য হবে। অতএব, তোমার এ দোয়াগুলো যেন তোমার এ রাতের সবশেষ কথা হয়। (বুখারি : ৬৩১১)