২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। ছেলেদের বর্ষসেরা ভারতের সূর্যকুমার যাদব। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রার নাম ঘোষণা করে আইসিসি।
২০২২ সালটি ভারতের ব্যাটার সূর্যকুমার যাদবের দুর্দান্ত কেটেছে। ৩১ ম্যাচ খেলে ৪৬.৫৬ গড়ে তার রান ১ হাজার ১৬৪। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ২ সেঞ্চুরির পাশাপাশি ৯টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। কুড়ি ওভারের ক্রিকেটে গত বছর ছক্কা মেরেছেন ৬৮টি। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আগে কেউ পারেনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছিলেন তিনি।
অন্যদিকে ভারত ওপেনার স্মৃতি মান্দানা, পাকিস্তান অলরাউন্ডার নিদা দার ও নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইনকে পেছনে ফেলে মেয়েদের সেরা হন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর গত বছর খেলেছেন ১৬ ম্যাচ। ৬২.১৪ গড়ে রান করেছেন ৪৩৫। বল হাতে নেন ১৩ উইকেট। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৫ ম্যাচে ৪২.৬৬ গড়ে ১২৮ রান করেছিলেন ম্যাকগ্রা।
মেয়েদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের বোলার রেনুকা সিং। গতবছর সাদা বলের ক্রিকেটে দুই সংস্করণ মিলে খেলেছেন ২৯ ম্যাচ। একদিনের ক্রিকেটে ১৮ উইকেট ও টি-টোয়েন্টিতে ২২ উইকেট নিয়েছেন। ছেলেদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার পেস-অলরাউন্ডার মার্কো জানসেন। গত পঞ্জিকাবর্ষে টেস্টে ৩৬ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৩৪ রান। একমাত্র টি-টোয়েন্টিতে নেন ২ উইকেট।