ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শুরুতেই রিয়ালকে পেল ডর্টমুন্ড

প্রথমবারের মতো গ্রুপপর্ব ছাড়া মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নতুন নিয়মে অনুষ্ঠিত হতে যাওয়া লিগে দল সংখ্যাও বেড়ে ৩২ থেকে ৩৬ গিয়ে দাঁড়িয়েছে। যেখানে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে মোট আটটি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার মোনাকোয় হওয়া ড্র-তে এমন নিয়মই করে দিয়েছে উয়েফা। তবে অবাক করার বিষয় হচ্ছে, প্রথম রাউন্ডেই গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল ও ডর্টমুন্ডের দ্বৈরথ দেখা যাবে।

ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ এই আসরে এবার গ্রুপপর্ব না থাকায় পয়েন্ট তালিকার শীর্ষ দলগুলো নিয়ে পরবর্তী ধাপের ড্র অনুষ্ঠিত হবে। তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় নাম লেখাবে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ ম্যাচ খেলে বাকি আটটি জায়গার শূন্যস্থান পূরণ করবে।
ড্র অনুযায়ী প্রথমপর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল আর বার্সেলোনা খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী রিয়াল ঘরের মাঠে ডর্টমুন্ড, ইন্টার মিলান, সালসবুর্ক ও স্টুটগাটের বিপক্ষে খেলবে। অন্যদিকে লিভারপুল, আটালান্টা, লিল ও ব্রেস্তের ঘরের মাঠে খেলতে যাবে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার অন্য হেভিওয়েট বার্সেলোনা তাদের ঘরের মাঠে বায়ার্ন, আটালান্টা, ইয়াং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে খেলবে।

ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড ও মোনাকোর মাঠে গিয়ে বাকি চার ম্যাচ খেলবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে খেলবে ইন্টার, ক্লাব ব্রুজ, ফেইনুর্ড ও স্পার্টা প্রাহার বিপক্ষে। তাদের অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষরা হলো-পিএসজি, জুভেন্টাস, স্পোর্টিং লিসবন ও স্লেভান ব্রাটিস্লাভা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শুরুতেই রিয়ালকে পেল ডর্টমুন্ড

আপডেট সময় ১০:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

প্রথমবারের মতো গ্রুপপর্ব ছাড়া মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নতুন নিয়মে অনুষ্ঠিত হতে যাওয়া লিগে দল সংখ্যাও বেড়ে ৩২ থেকে ৩৬ গিয়ে দাঁড়িয়েছে। যেখানে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে মোট আটটি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার মোনাকোয় হওয়া ড্র-তে এমন নিয়মই করে দিয়েছে উয়েফা। তবে অবাক করার বিষয় হচ্ছে, প্রথম রাউন্ডেই গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল ও ডর্টমুন্ডের দ্বৈরথ দেখা যাবে।

ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ এই আসরে এবার গ্রুপপর্ব না থাকায় পয়েন্ট তালিকার শীর্ষ দলগুলো নিয়ে পরবর্তী ধাপের ড্র অনুষ্ঠিত হবে। তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় নাম লেখাবে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ ম্যাচ খেলে বাকি আটটি জায়গার শূন্যস্থান পূরণ করবে।
ড্র অনুযায়ী প্রথমপর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল আর বার্সেলোনা খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী রিয়াল ঘরের মাঠে ডর্টমুন্ড, ইন্টার মিলান, সালসবুর্ক ও স্টুটগাটের বিপক্ষে খেলবে। অন্যদিকে লিভারপুল, আটালান্টা, লিল ও ব্রেস্তের ঘরের মাঠে খেলতে যাবে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার অন্য হেভিওয়েট বার্সেলোনা তাদের ঘরের মাঠে বায়ার্ন, আটালান্টা, ইয়াং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে খেলবে।

ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড ও মোনাকোর মাঠে গিয়ে বাকি চার ম্যাচ খেলবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে খেলবে ইন্টার, ক্লাব ব্রুজ, ফেইনুর্ড ও স্পার্টা প্রাহার বিপক্ষে। তাদের অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষরা হলো-পিএসজি, জুভেন্টাস, স্পোর্টিং লিসবন ও স্লেভান ব্রাটিস্লাভা।