মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের একদিন পর শাহজাহান শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শাহজাহান শেখ বীরতারা এলাকার বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিলেন শাহজাহান শেখ। এদিন স্থানীয়রা তাকে মদ্যপ অবস্থায় দেখতে পেলেও পরে তিনি নিখোঁজ হন। শুক্রবার স্থানীয় কাঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী শিমা বেগম বলেন, প্রায় নেশা করে বাড়ি ফিরতেন শাহজাহান। বৃহস্পতিবার তিনি আর বাসায় ফিরেননি। তার সঙ্গে কারো শত্রুতা ছিল না। তাই কারো বিরুদ্ধে অভিযোগ নেই।