জাহাঙ্গীর হোসেনঃ ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শেহাচর এলাকায় বিদ্যুৎপৃষ্টে নিহত মা-মেয়ের পরিবারকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল’র উপস্থিতিতে নিহত মা-মেয়ের পরিবারের সদস্য মো. আমীর আলীর হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন।
গত শনিবার (৩০ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের ফতুল্লার শেহাচর এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা রোকসানা (৪৫) ও মেয়ে নুসরাত জাহান লামিয়া (২৩) মৃত্যু হয়। নিহতরা হলেন- মো. আমীর আলীর স্ত্রী ও কন্যা।