বন্দরে যথাযথ মর্যাদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী( সা:) উপলক্ষে মদনগঞ্জ থেকে এ র্যালী বের করা হয়।
১০ রবিউল আউয়াল (৩ সেপ্টেম্বর) বুধবার দুপুর ৩:৪০ মিনিটে ঐতিহাসিক মদনগঞ্জ বটতলা থেকে ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুরের পীর সাহেব, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান, পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মো. বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী (মাঃ জিঃ আঃ) নেতৃত্বে জশনে জুলুসের র্যালিটি বের করা হয়।
নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলা ও কলাগাছিয়া ইউনিয়ন থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভক্তকুল, জনসাধারণ সহ শিশু মিনি ট্রাকে, রিক্সা, মোটরসাইকেল, ভ্যানে, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, মাইক নিয়ে জনসাধারণ পায়ে হেঁটে জশনে জুলুসের র্যালীতে যোগদান করেন। তবে এবারের জুলুসের র্যালীতে নারীদেরও অংশগ্রহন করতে দেখা গেছে।
এসময় আওয়াজে আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে পুরো র্যালী এলাকা। আখেরী নবীর আগমনকে ঘিরে ঈদের আনন্দের মতো সৃষ্টি হয়। আগত মুসল্লিদের মধ্যে। মুসল্লীরা হযরত মুহাম্মদ (সা:) এর আহলান সাহলান, শানে দরুদ ও সালাম, জিকির করতে করতে নবীগঞ্জ গিয়ে মোনাজাতের মাধ্যমে জসনে জুলুসের র্যালী শেষ হয়।