ইদানিং বেশ কয়েক বছর ধরে আমাদের এবং আশপাশের এলাকায় ভাদ্র মাস এলেই ভেলা ভাসান বেশ জমে উঠে। বর্তমানে প্রায় প্রতিটি গ্রামেই এমন ভেলা ভাসানের অনুষ্ঠান হয়ে থাকে। মুলত ভেলা ভাসানো হয় হজরত খিজির (আ.) উদ্দেশে।
৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টায় মুন্সিগঞ্জের তিন নদির মোহনায় বন্দরের শান্তিনগর খানকায়ে কাদরীয়া চিশতীয়া নেজামীয়া দায়রা শরীফ এর খোয়াজ খিজির (আ.) ভক্ত গোলাম মিজান শাহ্ এলাকার জনগণকে সাথে নিয়ে ভেলা ভাসিয়ে মনের ইচ্ছে পূরণ করেন।
মদনগঞ্জ শান্তিনগর এলাকার খোয়াজ খিজির (আ.) ভক্ত গোলাম মিজান শাহ্ বলেন, হজরত খিজির (আ.) তিনি জিন্দাপীর, তিনি এখনো বেঁচে আছেন। তিনি পানির দায়িত্বে নিয়োজিত। পানির আপদ- বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মনোবাঞ্ছানা পূর্ণ করার জন্য এ ভেলা ভাসানো হয়।
তিনি আরো বলেন, অত্র এলাকার নারী-পুরুষ নির্বিশেষে তাদের মনোবাঞ্ছানা পূরণের জন্যই বিভিন্ন মানত করে। কেউ ছাগল, মুরগি বা মোরগ, কেউ শিন্নি, কেউ ফল-ফলাদি, আবার কেউবা টাকা- পয়সা। যে যাই নিয়ে আসে, তার কিছু অংশ ভেলায় সমর্পণ করে। বাকি সব ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি, আনোয়ার হোসেন, মাসুদ, শাহআলম, আক্তার, জুয়েল, রয়েল, শুক্কুর, দয়াল।
ওরশ পরিচালনায়, মো. মোশারফ।
শুভেচ্ছান্তে: মিজান শাহ ছেলে মালেক শাহ ও এলাকার আশেকান জাকেরান ও ভক্তবৃন্দ।