ঢাকা , শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চালককে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা ছিনতাই

মুন্সীগঞ্জে মোহাম্মদ অনিক (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ অনিক পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রযোগিনী এলাকার আটপাড়া সড়কে ওই চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় কয়েক ব্যক্তি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাবা সেলিম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, কিছুদিন আগে কেনা নতুন অটোরিকশা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অনিক বাড়ি থেকে বের হয়। রাত ১০টার দিকে সংবাদ পাই কে বা কারা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। হাসপাতালে ছুটে এসে দেখি ছেলের লাশ পড়ে আছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চালককে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ০৮:১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

মুন্সীগঞ্জে মোহাম্মদ অনিক (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ অনিক পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রযোগিনী এলাকার আটপাড়া সড়কে ওই চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় কয়েক ব্যক্তি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাবা সেলিম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, কিছুদিন আগে কেনা নতুন অটোরিকশা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অনিক বাড়ি থেকে বের হয়। রাত ১০টার দিকে সংবাদ পাই কে বা কারা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। হাসপাতালে ছুটে এসে দেখি ছেলের লাশ পড়ে আছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।