জান্নাত জাহা : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী আব্দুল্লাহ আল মামুন। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন করে তিনি প্রমাণ করেছেন—কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করা যায়।এরই ধারাবাহিকতায় হাড়িয়া গাবতলী এলাকার নাসির উদ্দিন নাসু মেম্বারের বাড়ি থেকে জামানের বাড়ি পর্যন্ত ১০০ মিটার দীর্ঘ আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান হাজ্বী আব্দুল্লাহ আল মামুন।
একই দিনে আনন্দ বাজার ৯নং ওয়ার্ডের নেহেল এর বাড়ি থেকে নুরুল ইসলামের বাড়ি পর্যন্ত আরও ৫০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন, হাড়িয়া গাবতলী এলাকার মুরুব্বি মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল, মোঃ হোসেন আলী এবং আনন্দ বাজার ৯নং ওয়ার্ড এলাকার হাজ্বী কাইয়ুম, সিরাজ, আঃ কাদিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন,“জনগণের টাকায় জনগণের উন্নয়নই আমার মূল লক্ষ্য। বৈদ্দ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যেন সমানভাবে উন্নয়ন হয়, সেটাই আমি নিশ্চিত করতে চাই। উন্নয়ন শুধু শহরে নয়, গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই।”স্থানীয়রা জানান, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের রাস্তা-ঘাট, স্যানিটেশন ও জনসেবামূলক কাজে দৃশ্যমান অগ্রগতি এসেছে। আগে অনেক রাস্তা কাঁচা ও চলাচলের অনুপযোগী থাকলেও এখন একের পর এক আরসিসি রাস্তা নির্মাণে সাধারণ মানুষের স্বস্তি ফিরেছে। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা ও দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে গেছে। স্থানীয় প্রবীণ আনোয়ার হোসেন বলেন,
“আমরা বহুদিন ধরে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম। চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব নেওয়ার পর আমাদের কথা রেখেছেন। তিনি সত্যিকারের জননেতা।”
এছাড়াও জানা যায়, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন। যার মধ্যে রাস্তা, ড্রেন, কালভার্ট ও আলোকায়ন প্রকল্প অন্যতম।
জনগণের প্রত্যাশা—এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন আগামী দিনগুলোতে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত হবে।
চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের স্লোগান
“উন্নয়নেই বিশ্বাস, কাজে প্রমাণ — চেয়ারম্যান হাজ্বী আব্দুল্লাহ আল মামুন।”
ঢাকা
,
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান হাজ্বী আব্দুল্লাহ আল মামুন
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ০৭:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- 10
জনপ্রিয় সংবাদ