ঢাকা , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানাল আইপিএলের ৩ দল Logo নিজের রাজনৈতিক মতাদর্শ পরিষ্কার করলেন শবনম ফারিয়া Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত Logo মুন্সীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযান অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ আসামি গ্রেফতার Logo জীবনের শেষ প্রান্তে এসে জনগণের জন্য রাজনীতি মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন চান সিনহা, লৌহজংয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo লৌহজংয়ে মিলাদুন্নবী (সা.) রেলি ও মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ Logo দুর্নীতির রাজনীতি নয়, সেবার রাজনীতি চাই লৌহজংয়ে রিপনের ঘোষণা Logo আমাদের প্রাণের দাবি ছিল এই এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের,সরকার সেটা করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী Logo মুন্সিগঞ্জে দু’ই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬ Logo মরহুম মাওলানা শামসুদ্দিন হুজুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান

ছুটির পর খুললো ব্যাংক, ফুরফুরে মেজাজে কর্মীরা

এবার ঈদে টানা ৯ দিন ছুটির কবলে পড়ে দেশ। দীর্ঘ এ সময়ে বন্ধ থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বন্ধ ছিল শেয়ারবাজারে লেনদেনও। দীর্ঘ ছুটি শেষে আজ রোববার সকাল থেকে খুলেছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলোতে ফুরফুরে মেজাজে কাজ করছেন সংশ্লিষ্টরা।

ঈদের লম্বা ছুটির পর প্রথম কর্মদিবসে কিছুটা ঢিলেঢালাভাবে চলছে সেবা কার্যক্রম। শাখাগুলোয় কাজের চাপও তুলনামূলক কম। কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে এখনও বিরাজ করছে ঈদের আমেজ। সকালে নির্ধারিত সময়ে অফিসে এসে একে অন্যের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় করেন তারা।

রোববার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকায় বিভিন্ন ব্যাংকের শাখা ঘুরে দেখা যায়, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ঢিলেঢালাভাবে চলছে সেবা কার্যক্রম। অনেক কাউন্টারই ফাঁকা, নেই গ্রাহকের উপস্থিতি। অনেক কাউন্টারে আবার কর্মকর্তা আসেননি ব্যক্তিগত ছুটির কারণে।

ব্যাংকারদের উপস্থিতি থাকলেও গ্রাহকের চাপ ছিল কম। প্রয়োজন ছাড়া ব্যাংকমুখী হননি অনেক গ্রাহক। আবার এর মধ্যে অনেকেই ব্যাংকের প্রয়োজনীয় কাজ সেরেছেন। নগদ অর্থ জমা ও উত্তোলন করেছেন কিছু গ্রাহক। অনেক গ্রাহককেই সঞ্চয়পত্রের মুনাফা তুলতে দেখা যায়।

আবু সুফিয়ান নামে এক গ্রাহক সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় এসেছেন টাকা তোলার জন্য। তিনি জাগো নিউজকে বলেন, ঈদের পর গ্রাহক থাকে না, আজও কম আছে। জরুরি প্রয়োজনে আসতে হলো। আমাদের ছোট প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতে হবে এ কারণে টাকা তুলতে এসেছি। প্রায় সব কাউন্টার ফাঁকা এটা দেখে ভালো লাগছে। সবাই সবার সঙ্গে কথা বলছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। গ্রাহক হিসেবে আমাকে শুভেচ্ছা জানালো, ভালো লাগছে।

অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুব জাগো নিউজকে বলেন, সাধারণত ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহক সমাগম কম থাকে। তবে আমাদের ডিউটি, সব চলমান থাকে। এর মধ্যে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি, আমরা একে অপরের পরিবারের খোঁজ-খবর নিয়ে থাকি। এভাবেই সেবা ও শুভেচ্ছায় কাটে দিন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানাল আইপিএলের ৩ দল

ছুটির পর খুললো ব্যাংক, ফুরফুরে মেজাজে কর্মীরা

আপডেট সময় ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

এবার ঈদে টানা ৯ দিন ছুটির কবলে পড়ে দেশ। দীর্ঘ এ সময়ে বন্ধ থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বন্ধ ছিল শেয়ারবাজারে লেনদেনও। দীর্ঘ ছুটি শেষে আজ রোববার সকাল থেকে খুলেছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলোতে ফুরফুরে মেজাজে কাজ করছেন সংশ্লিষ্টরা।

ঈদের লম্বা ছুটির পর প্রথম কর্মদিবসে কিছুটা ঢিলেঢালাভাবে চলছে সেবা কার্যক্রম। শাখাগুলোয় কাজের চাপও তুলনামূলক কম। কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে এখনও বিরাজ করছে ঈদের আমেজ। সকালে নির্ধারিত সময়ে অফিসে এসে একে অন্যের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় করেন তারা।

রোববার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকায় বিভিন্ন ব্যাংকের শাখা ঘুরে দেখা যায়, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ঢিলেঢালাভাবে চলছে সেবা কার্যক্রম। অনেক কাউন্টারই ফাঁকা, নেই গ্রাহকের উপস্থিতি। অনেক কাউন্টারে আবার কর্মকর্তা আসেননি ব্যক্তিগত ছুটির কারণে।

ব্যাংকারদের উপস্থিতি থাকলেও গ্রাহকের চাপ ছিল কম। প্রয়োজন ছাড়া ব্যাংকমুখী হননি অনেক গ্রাহক। আবার এর মধ্যে অনেকেই ব্যাংকের প্রয়োজনীয় কাজ সেরেছেন। নগদ অর্থ জমা ও উত্তোলন করেছেন কিছু গ্রাহক। অনেক গ্রাহককেই সঞ্চয়পত্রের মুনাফা তুলতে দেখা যায়।

আবু সুফিয়ান নামে এক গ্রাহক সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় এসেছেন টাকা তোলার জন্য। তিনি জাগো নিউজকে বলেন, ঈদের পর গ্রাহক থাকে না, আজও কম আছে। জরুরি প্রয়োজনে আসতে হলো। আমাদের ছোট প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতে হবে এ কারণে টাকা তুলতে এসেছি। প্রায় সব কাউন্টার ফাঁকা এটা দেখে ভালো লাগছে। সবাই সবার সঙ্গে কথা বলছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। গ্রাহক হিসেবে আমাকে শুভেচ্ছা জানালো, ভালো লাগছে।

অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুব জাগো নিউজকে বলেন, সাধারণত ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহক সমাগম কম থাকে। তবে আমাদের ডিউটি, সব চলমান থাকে। এর মধ্যে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি, আমরা একে অপরের পরিবারের খোঁজ-খবর নিয়ে থাকি। এভাবেই সেবা ও শুভেচ্ছায় কাটে দিন।