নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে র্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), মোঃ দোলোয়ার হোসেন দেলু (৪০) এবং শওকত আকবর (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ১৫০ বোতল ফেনসিডিল, ১ বোতল বিদেশি মদ, নগদ ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা, ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ৩টি স্মার্টফোন ও ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-১০ আরও জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন ও দোলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তারা পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে শ্রীনগরসহ আশপাশ এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ২ জন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।