প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ গজারিয়ায় সদ্য স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন কালে এ কথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব:)মো:জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার(৬আগষ্ট)বিকাল ৪টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর নদী বেষ্টীত এলাকায় জামালপুর গ্রামে সদ্য স্থাপিত এই ক্যাম্প পরিদর্শন করেন এর পূর্বে তিনি দুপুর ২ঘটিকায় কোস্ট গার্ডের গজারিয়া ষ্টেশন পরিদর্শন করেন।এসময় আরও উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক,জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত,পুলিশ সুপার মুঃ সামসুল আলম সরকার,উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ প্রমুখ।
স্বরাষ্ট্র উপদেষ্টা ক্যাম্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ,আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে বলেন,এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল একটা পুলিশ ক্যাম্প স্থাপনের,সরকার সেটা করেছে,আমরা সেজন্য প্রশাসনকে সাধুবাদ জানাই।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,কৃষক আলুর দাম পাচ্ছে না,আমরা সে বিষয়েও কাজ করছি।
এ সফরের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করছে স্থানীয়রা তবে তাদের একাংশের দাবি স্থায়ী পুলিশ ক্যাম্প যেন এলাকার মধ্যবর্তী ও নিরপেক্ষ কোন স্থানে স্থাপন করা হয়,এলাকায় এক গ্রুপ বিতাড়িত হয়ে আরেক গ্রুপ প্রবেশ করেছে। উল্লেখ্য উপজেলা গুয়াগাছিয়া সংলগ্ন নদী ও স্থল পথে দীর্ঘদিন যাবৎ সংঘটিত হওয়া নৌ ডাকাতি, চাঁদাবাজি ও অবৈধ বালুমহালের নিয়ন্ত্রন ও বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম প্রতিরোধে গত ২২আগষ্ট গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে অস্থায়ী ভাবে এই পুলিশ ক্যাম্প স্থাপিত হয়,পরে (২৩আগষ্ট) স্থানীয়দের একাংশ বির্তকিত স্থান থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে এলাকার মধ্যবর্তী ও নিরপেক্ষ স্থানে স্থাপনের জন্য মানব বন্ধন করেন ২৫আগষ্ট ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে স্থানীয় নৌ ডাকাত দলের সাথে পুলিশের আধা ঘণ্টা ব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে।এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। তবে এই এলাকার সাধারণ জনগন পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তি ও অভিনন্দন জানান ।
এ দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ ক্যাম্প পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয় ব্যাপক প্রস্তুতি।