মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছে ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পূর্ব বিরোধের জের ধরে ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সাথে একই এলাকার উজির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় আহতরা হলেন সাইদুল মাদবর (৪৫), মঞ্জু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজু সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫)।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, আহতদের মধ্যে চারজনকে ঢাকায় রেফার করা হয়েছে। তাদের শরীরে গুলির আঘাত রয়েছে। তবে, আমরা বলতে পারছি না সেটা কি ধরনের গুলি। ককটেলের প্লেটও হতে পারে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, গত বুধবার একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগার বিষয় নিয়ে আজ দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। আমরা এখনও গুলিবিদ্ধের কোন খবর পাইনি। তবে ওই এলাকায় ককটেল বিস্ফোরণে ৩-৪ জন আহত হয়েছে। তারা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।