বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “আমি আপনাদের খাদেম হতে চাই, দুর্নীতিবাজ এমপি হতে চাই না। এলাকার উন্নয়ন ও মানুষের কর্মসংস্থানই আমার মূল লক্ষ্য।”
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রিপন বলেন, “আগে আমি কখনো এ আসন থেকে নমিনেশন চাইনি। একজন সিনিয়র কর্মীর সঙ্গে আমার কথা ছিল— যতদিন তিনি সুস্থ থাকবেন, আমি নির্বাচন করব না। কিন্তু দলের সংকটকালে নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন। গুম ও গ্রেফতারের ঝুঁকি নিয়েও আমি দলের হাল ধরেছি।”
তিনি আরও বলেন মাওয়া এলাকায় আন্তর্জাতিক মানের একটি বন্দর হবে এতে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এবং স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,আমি নির্বাচিত হলে কোনো দুর্নীতিতে জড়াবো না। আল্লাহর রহমতে হালাল উপার্জনে বিশ্বাসী আমি। জনগণের খেদমতই আমার মূল লক্ষ্য। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও কাজ করব, যাতে ইউনিয়নভিত্তিক শত শত পরিবার উপকৃত হতে পারে।
আগের এমপিদের সমালোচনা করে রিপন বলেন,তারা এলাকার উন্নয়নে কার্যকর কিছুই করেননি। আমি আপনাদের প্রধান অতিথি নই, আপনাদেরই একজন। যদি এমপি হই, তবে মসজিদের খাদেমের মতো নিঃস্বার্থভাবে জনগণের সেবা করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারভোগ ইউনিয়ন বিএনপি নেতা হাজী ইলিয়াস শেখ। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান আল-আমিন। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রনি মৃধা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা বিএনপি নেতা মোশারফ হোসেন নসু, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি শেখ সোলায়মান তপু, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ,