এম.এস.ইসলাম আরজু- সাহিত্য অঙ্গনে সুপরিচিত এক নাম কবি স্বর্ণা তালুকদার। তিনি একজন ছড়াকার ও বাচিক শিল্পী। তাঁর পিতা অধ্যক্ষ দীপক তালুকদার ও মাতা দীপিকা বড়ুয়া সাবেক অধ্যাপিকা। সম্ভান্ত্র এই পরিবারে স্বর্ণা তালুকদার ১৯৮৭ সালের ৩ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। গুণী এই কবি সুনামের সহিত বাংলাদেশ মহিলা বৌদ্ধ সমিতি’র প্রচার সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি করেছেন । তার স্বামী পেশায় কেমিষ্ট।
স্কুল জীবন থেকেই চট্রগ্রাম শিশু একাডেমিতে তার অংশগ্রহণ। সেখান থেকেই কবিতা আবৃত্তি’র মধ্য দিয়েই লেখা লেখি করাটা তার অভ্যাসে পরিণত হয়।১৯২০ সালে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। এ পর্যন্ত অসংখ্য যৌথ কাব্য গ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে । দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও প্রকাশ পেয়েছে তার লেখা কবিতা ও ছড়া। তার প্রকাশিত লেখা অনেকের কাছে প্রশংসিত হয়েছে। সৃজনশীল লেখক ও আবৃত্তি শিল্পী হিসেবে বিভিন্ন সংগঠন থেকে বহু সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন। কবিতা’র পাশাপাশি অসংখ্য গান লিখেছেন এবং অনেকগুলো গানের সুর করেছেন।তার লেখার তালিকায় প্রবন্ধের সংখ্যাও রয়েছে । বহুমুখী প্রতিভার অধিকারী গুণী লেখক স্বর্ণা তালুকদার অনেক ব্যস্ততার মাঝেও বিভিন্ন চ্যানেলে ভয়েস দেবার পাশাপাশি অনুষ্ঠানের উপস্থাপনাও করে চলছেন।