ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচার কেন্দ্রে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালিত Logo সোনারগাঁয়ে প্রেমিকার ভাড়া বাসায় মিললো প্রেমিকের লাশ, পরিবারের দাবি হত্যা Logo রূপগঞ্জে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা Logo ভাঙ্গা থানায় জোরপূর্বক ১৫ শতাংশ জমির পাট ও ৫০ হাজার টাকার মেহগনি গাছ কেটে ফেলেছে ভূমিদস্যু মুসা ও হাসা Logo মুন্সীগঞ্জে যুবদল সদস্য সচিবের পদ স্থগিত: বিক্ষোভে নেতাকর্মীরা: সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে মহাসড়ক অবরোধ করা হবে বলেও ঘোষণা দেন Logo হোমনা মেঘনা আসন বিন্যাসে গজারিয়ায় মানববন্ধন Logo গজারিয়ায় যুবদলের আনন্দ মিছিল Logo মুন্সিগঞ্জে সাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন Logo বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য আড্ডায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ও পাচঁ কবির জন্ম উৎসব উৎযাপন Logo আবৃত্তি’র মধ্য দিয়েই সাহিত্য অঙ্গনে স্বর্ণা তালুকদারের সুখ্যাতি অর্জন

বন্দরে শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচার কেন্দ্রে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালিত

“সত্য আজ সমাগত, মিথ্যা বিতাড়িত,

মিথ্যা বিন‍াশ, সত্যই অবশ‍্যম্ভাবী”

১২ রবিউল আউয়াল (৬ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২ টায় সত্য পথ, শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচার কেন্দ্র সাবেক বন্দর রেলওয়ে ষ্টেশন, সোনামনি কিন্ডার গার্টেনে আখেরি জমানার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছাইয়‍্যাদেনা হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচারের মহান প্রতিষ্ঠাতা ছাইয়‍্যাদেনা হজরত মহিদীন মেছের আলী (রঃ) এর সর্বশ্রেষ্ঠ ভক্ত, কালাম শরীফ, সত্য গুরু, সত‍্যের দিশারী, সত‍্যের বাহক, আধ‍্যাতিক গুরু সম্রাট, হাজার বছরের পথ প্রদর্শক, দুর্দশাগ্রস্থ মানুষের একান্তই সহায়ক ও নূরের কোরআন শরীফ বাবা শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচারক গোলাম মর্তুজা’র আস্তানায় হাজারো ভক্ত নিয়ে হযরত মোহাম্মদ (সাঃ) এর পবিত্র শুভ জন্মদিন পালন করা হয়।

উক্ত শুভ জন্মদিনে, মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা, ইসলাম ও দ্বীনের আলোকে ভক্তকুলের সম্মুখে আলোচনা করেন, ইসলাম প্রচারক গুরু মো. গোলাম মর্তুজা।

এতে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠ পত্রিকার সম্পাদক মো. শাহআলম তালুকদার, নেওয়াজ শরিফ পাঠান, মোহাম্মদ আলী, কবির হোসেন, মো. সাত্তার, নূর মোহাম্মদ (মাস্তান), মো. রিপন, এনামুল হক দিদার, ফয়সাল রাজু, নূর এ আলম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আগত সকল অতিথি, মেহমান, ভক্তবৃন্দ, আশেকান ধর্মপ্রাণ মুসলমানগন অত্যন্ত ধৈর্যের সহিত গুরু মো. গোলাম মর্তুজা’র মুখে ধৈর্য সহকারে ইসলামের আলোকে জীবন যাপন ও করনীয় সম্পর্কে বয়ান শোনেন এবং মাহফিল শেষে সকলেই তবারক গ্রহন করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচার কেন্দ্রে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালিত

বন্দরে শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচার কেন্দ্রে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালিত

আপডেট সময় ১১:২৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

“সত্য আজ সমাগত, মিথ্যা বিতাড়িত,

মিথ্যা বিন‍াশ, সত্যই অবশ‍্যম্ভাবী”

১২ রবিউল আউয়াল (৬ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২ টায় সত্য পথ, শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচার কেন্দ্র সাবেক বন্দর রেলওয়ে ষ্টেশন, সোনামনি কিন্ডার গার্টেনে আখেরি জমানার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছাইয়‍্যাদেনা হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচারের মহান প্রতিষ্ঠাতা ছাইয়‍্যাদেনা হজরত মহিদীন মেছের আলী (রঃ) এর সর্বশ্রেষ্ঠ ভক্ত, কালাম শরীফ, সত্য গুরু, সত‍্যের দিশারী, সত‍্যের বাহক, আধ‍্যাতিক গুরু সম্রাট, হাজার বছরের পথ প্রদর্শক, দুর্দশাগ্রস্থ মানুষের একান্তই সহায়ক ও নূরের কোরআন শরীফ বাবা শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সাঃ) প্রচারক গোলাম মর্তুজা’র আস্তানায় হাজারো ভক্ত নিয়ে হযরত মোহাম্মদ (সাঃ) এর পবিত্র শুভ জন্মদিন পালন করা হয়।

উক্ত শুভ জন্মদিনে, মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা, ইসলাম ও দ্বীনের আলোকে ভক্তকুলের সম্মুখে আলোচনা করেন, ইসলাম প্রচারক গুরু মো. গোলাম মর্তুজা।

এতে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠ পত্রিকার সম্পাদক মো. শাহআলম তালুকদার, নেওয়াজ শরিফ পাঠান, মোহাম্মদ আলী, কবির হোসেন, মো. সাত্তার, নূর মোহাম্মদ (মাস্তান), মো. রিপন, এনামুল হক দিদার, ফয়সাল রাজু, নূর এ আলম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আগত সকল অতিথি, মেহমান, ভক্তবৃন্দ, আশেকান ধর্মপ্রাণ মুসলমানগন অত্যন্ত ধৈর্যের সহিত গুরু মো. গোলাম মর্তুজা’র মুখে ধৈর্য সহকারে ইসলামের আলোকে জীবন যাপন ও করনীয় সম্পর্কে বয়ান শোনেন এবং মাহফিল শেষে সকলেই তবারক গ্রহন করেন।