মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে সাংবাদিক সাইফুল ইসলাম কামালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর সরাসরি আঘাত। তারা বলেন, হামলার ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, যা উদ্বেগজনক।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম কামাল। এক পর্যায়ে বিশ্রাম নেয়ার জন্য তিনি একটি দোকানে ঢুকলে, সেখানেই অতর্কিতভাবে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।
পরবর্তীতে তিনি মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হামলাকারীদের কাউকে গ্রেফতার করা হয়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি গুলজার হোসেন, এনটিভির রিপোর্টার মাইনুদ্দিন সুমন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল, মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিস মোল্লা, প্রেস ক্লাবের উপদেষ্টা এম জামাল মণ্ডল, কোষাধ্যক্ষ রাজ মল্লিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ সেলিম, রোবেল মাদবর, ফরহাদ হোসেন জনি, শেখ আসলাম, আবুল কালাম, তোফাজ্জল হোসেন শিহাবসহ জেলার গণমাধ্যমকর্মীরা।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।