প্রতিনিধি গজারিয়া ( মুন্সীগঞ্জ) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের কুমিল্লা ২ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখেন ।
রবিবার ( ৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় মহাসড়কে মানব বন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । এসময় গজারিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ও নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাস্তা থেকে তাদের সরে যেতে বলায় তারা রাস্তায় পাশে শান্তিপূর্ণ মিছিল করে তাদের আসন বিন্যাসে দাবি আদায়ে সরকারের প্রতি অনুরোধ করেন ।
তারা আরও বলেন একজন ব্যাক্তিকে খুশি করতে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিতে পায়তারা করতেছে। ।ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে তাই কুমিল্লা ২ (হোমনা-মেঘনা)আসন বহাল রাখার দাবি জানান তাঁরা।
এ সময় মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মুন্সী বলেন,মেঘনা হোমনার মানুষ এক সাথে থাকতে চায়,তাদের আর কোন দাবি নাই, সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার আব্দুল ওয়াদুদ মুন্সী,আজহারুল হক শাহীন, শাহাবুদ্দিন আহম্মেদ,শহীদুল্লাহ সরকার,আব্দুল মতিন,নুরুল ইসলাম জহির,মোঃ মহিউদ্দিন,মোজাম্মেল হক মুকুল,সানাউল্লাহ সরকার,নজরুল ইসলাম ও হোমনা মেঘনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের জনগণ ।