ফতুল্লায় রোকসানা নামে গার্মেন্টস কর্মী এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকসানা (১৯) পিরোজপুর জেলার নেসারাবাদ থানার পঞ্চবেটি গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে।
শুক্রবার বিকেলে ফতুল্লার মুসলিমনগর হাবুইল্লার ব্রীজ সংলগ্ন মোখলেছুর রহমানের ভাড়াটিয়া বাসার একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।