ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা Logo সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন Logo সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Logo মাকসুদ চেয়ারম্যানকে বন্দরের মাটিতে নির্বাচন করতে দিবো না : সাখাওয়াত Logo সাংবাদিক জিএম শহীদের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন রূপগঞ্জ সকল সাংবাদিকবৃন্দ Logo শহরে জেলা নৌ-যান শ্রমিক কর্মচারী দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo জুলাই সনদ ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করতে হবে – মমিনুল হক সরকার Logo শাসনগাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ Logo ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা নয় যেন মরণ ফাঁদ Logo সন্ত্রাসের পুনর্বাসন ও ভয়ের সংস্কৃতি রাজনীতি: একটি জাতীয় সংকট

বন্দরে পাওনা টাকা চাওয়ায় প্রান নাশের হুমকি থানায় অভিযোগ ও কোটে মামলা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বন্দর সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড রামনগর বাদী মোঃ মনির হোসেন, পাওনা টাকা চাওয়াতে প্রান নাশের হুমকি দেন বাপ ও ছেলে,বিবাদী বন্দর মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড দাশেরগাও ১/ আল-আমিন পিতা : ২/সামসুল কালাম ৩/রহিমা৪/আরাফাত।
বিবাদী গন বাদীর আপন ভাগিনা,বোন ও ভগ্নিপতি। বাদী মনির হোসেন দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী তিলে তিলে তার অর্জিত অর্থ তারা ইট বাটার ব্যবসা করবে বলে টাকা চায়, অতঃপর বাদীর থেকে ২০০৯ হতে ২০১৭ পর্যন্ত বিভিন্ন বাহানা কলাকৌশল এ মোট ৩০,৩০,০০০ ত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা গ্রহণ করেন।
ইতিমধ্যে ব্যাবসা চলাকালিন বিভিন্ন সময়/ তারিখে টাকা দেওয়া নেওয়ার পর এখন ব্যাবসার চালান এবং মুনাফা সহ বাদী সর্বমোট ২৮,৮০,০০০ (আটাশ লক্ষ আশি হাজার টাকা) পাওনা আছেন।
বিগত ০৩/১১/২০২৩ইং তারিখে বাদীর এলাকার ওয়ার্ড কমিশনার ও মেম্বার সহ এলাকার আরো কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ সাথে নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠকে উপরিউক্ত টাকা বিবাদীগন নিয়েছেন বলে স্বীকার করেন। কিন্তু, টাকা দেয়ার জন্য সুনির্দিষ্ট তারিখে বাদী পাওনা টাকা চাইতে গেলে, বাদী কে উল্টা পাল্টা গালাগালি করে এবং প্রান নাশের হুমকি দেয় ও বিভিন্ন মিথ্যা মামলা হামলার হুমকি দেয়। বিবাদী আল আমিন ও পিতা সামসুল কালাম বিগত বছরে আওয়ামী লীগের ও জাতীয় পার্টির চিন্হিত ধূসর ছিলো।
এখন তারা যুবদল দাবি করে বেরায়।
অতঃপর বাদী মনির হোসেন আসামিগনদের কাছে লিগেল নোটিশ পাঠায় এবং কয়েক বার বিচার শালিস ও বসায় কিন্তু বিবাদী প্রভাবশালী হওয়ায় বারবার ই তারা বাদীকে হুমকি প্রদান করেন এবং মারধর করিতে উদ্যত হয় এবং ইট বাটার কয়লার সাথে পোড়াইয়া মেরে ফেলার হুমকি প্রদান করে।
এই কারনে বাদী বাধ্য হয়ে মামলা প্রধান করে।
এবং এই মর্মে তিনি আইনের কাছে সুষ্ঠ বিচার দাবি করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা

বন্দরে পাওনা টাকা চাওয়ায় প্রান নাশের হুমকি থানায় অভিযোগ ও কোটে মামলা

আপডেট সময় ১২:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

বন্দর সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড রামনগর বাদী মোঃ মনির হোসেন, পাওনা টাকা চাওয়াতে প্রান নাশের হুমকি দেন বাপ ও ছেলে,বিবাদী বন্দর মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড দাশেরগাও ১/ আল-আমিন পিতা : ২/সামসুল কালাম ৩/রহিমা৪/আরাফাত।
বিবাদী গন বাদীর আপন ভাগিনা,বোন ও ভগ্নিপতি। বাদী মনির হোসেন দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী তিলে তিলে তার অর্জিত অর্থ তারা ইট বাটার ব্যবসা করবে বলে টাকা চায়, অতঃপর বাদীর থেকে ২০০৯ হতে ২০১৭ পর্যন্ত বিভিন্ন বাহানা কলাকৌশল এ মোট ৩০,৩০,০০০ ত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা গ্রহণ করেন।
ইতিমধ্যে ব্যাবসা চলাকালিন বিভিন্ন সময়/ তারিখে টাকা দেওয়া নেওয়ার পর এখন ব্যাবসার চালান এবং মুনাফা সহ বাদী সর্বমোট ২৮,৮০,০০০ (আটাশ লক্ষ আশি হাজার টাকা) পাওনা আছেন।
বিগত ০৩/১১/২০২৩ইং তারিখে বাদীর এলাকার ওয়ার্ড কমিশনার ও মেম্বার সহ এলাকার আরো কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ সাথে নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠকে উপরিউক্ত টাকা বিবাদীগন নিয়েছেন বলে স্বীকার করেন। কিন্তু, টাকা দেয়ার জন্য সুনির্দিষ্ট তারিখে বাদী পাওনা টাকা চাইতে গেলে, বাদী কে উল্টা পাল্টা গালাগালি করে এবং প্রান নাশের হুমকি দেয় ও বিভিন্ন মিথ্যা মামলা হামলার হুমকি দেয়। বিবাদী আল আমিন ও পিতা সামসুল কালাম বিগত বছরে আওয়ামী লীগের ও জাতীয় পার্টির চিন্হিত ধূসর ছিলো।
এখন তারা যুবদল দাবি করে বেরায়।
অতঃপর বাদী মনির হোসেন আসামিগনদের কাছে লিগেল নোটিশ পাঠায় এবং কয়েক বার বিচার শালিস ও বসায় কিন্তু বিবাদী প্রভাবশালী হওয়ায় বারবার ই তারা বাদীকে হুমকি প্রদান করেন এবং মারধর করিতে উদ্যত হয় এবং ইট বাটার কয়লার সাথে পোড়াইয়া মেরে ফেলার হুমকি প্রদান করে।
এই কারনে বাদী বাধ্য হয়ে মামলা প্রধান করে।
এবং এই মর্মে তিনি আইনের কাছে সুষ্ঠ বিচার দাবি করেন।