নারায়ণগঞ্জ – বন্দর আসনের আগামী নির্বাচনে সংসদ সদস্য পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী, শিল্পপতি মাসুদুজ্জামান মাসুূদ গতকাল আবেগঘন এক বিবৃতি দিয়েছেন।মডেল গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুূদ বিবৃতিতে বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনকে কলমের খোচায় ভাগ করা হলেও, আমার হৃদয়ে পুরো নারায়ণগঞ্জ এক ও অভিন্ন। আমি সব সময় এই জেলার প্রতিটি ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। আপনারা আমার শক্তি, আপনারাই আমার সাহস।
মাসুদুজ্জামান মাসুূদ এর পক্ষে মনির হোসেন সরদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের একজন সন্তান হিসেবে দৃঢ়ভাবে জানাতে চাই, সম্প্রতি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে গঠিত কারিগরি কমিটি নারায়ণগঞ্জ-৫ আসনের যে নতুন বিন্যাস প্রস্তাব করেছে, তা এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত হতাশাজনক। এই প্রস্তাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে একত্র করে নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করা হয়েছে, অথচ সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন এবং বন্দর উপজেলার ৫টি ইউনিয়নকে এই আসন থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচনী সীমা বিভক্ত করে আমাদের ঐক্যকে ভাগ করা যাবে না। কলমের এক খোঁচায় হয়তো একটি আসন বিভক্ত হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে আমি সব সময় ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করে এসেছি এবং ভবিষ্যতেও করব ।
সাতটি অবহেলিত ইউনিয়নের মানুষকে নিজের পরিবার ঘোষনা দিয়ে মাসুদুজ্জামান মাসুূদ বলেন,আলীরটেক, গোগনগর, মুছাপুর, মদনপুর, বন্দর, ধামগড় ও কলাগাছিয়া এই সাতটি ইউনিয়ন বহুদিন ধরেই অবহেলিত। নাগরিক সুবিধা, যোগাযোগ, ড্রেনেজ ও কর্মসংস্থান ছিল দুর্বল। প্রয়োজন ছিল উন্নয়ন অথচ নেওয়া হচ্ছে বিভাজনের সিদ্ধান্ত বৈষম্য আরও বাড়াবে, যা মেনে নেওয়া যায় না । আলীরটেক, গোগনগর, মুছাপুর, মদনপুর, বন্দর, ধামগড় ও কলাগাছিয়া এই সাতটি ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন । আমি ছিলাম, আছি এবং থাকবো আপনাদের পাশে দুঃখে, দুর্যোগে, উন্নয়নে, অধিকার আদায়ে । আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না । আমার রাজনীতি ঐক্যের, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি । তারেক রহমান এর নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় আছি। এই যাত্রায় কোনো গোষ্ঠীস্বার্থ, বিভাজন কিংবা গ্রুপিংয়ের জায়গা নেই । আমি বিশ্বাস করি,নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ আমার শক্তি, আমার পরিবার ।
বিএনপি তথা সাধারণ মানুষের আস্হা মাসুদুজ্জামান মাসুূদ বলেন, বিএনপির অভ্যন্তরে যারা বিভক্তির রাজনীতি করে তাদের বলতে চাই, আপনারা মূলত দলের আদর্শ ও নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন । বিএনপির শক্তি ঐক্যে, বিভাজনে নয় । এই প্রেস রিলিজের মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের সম্মানিত জনগণকে জানাতে চাই, যে ইলেকশন কমিশনের সাম্প্রতিক নতুন এলাকা নির্ধারণের ফলে পূর্বের অন্তর্ভুক্ত কিছু ইউনিয়ন বাদ পড়েছে। তবুও আমি অতীতের মতোই আপনাদের পাশে আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব ।