নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পবিত্রতা রর্ক্ষুাতে স্থানীয় মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই ঈদগাহ মাঠটি ইসলামী ঐতিহ্য এবং ধর্মীয় ভাবগম্ভীর্যের এক উজ্জ্বল প্রতীক, যা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষমহত্ব ও গুরুত্ব রাখে।
সম্প্রতি মাঠটিতে মেলার আয়োজন এবং অপব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর, ধর্মীয় মূল্যবোধের সংরক্ষণ ও মাঠের প্রতি অমর্যাদা রোধে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এলাকার মুসল্লিরা একত্রিত হয়ে সরকারের কাছে জোর দাবি জানান যে, এখানে কোনো প্রকার মেলা আয়োজন করা না হোক এবং অবৈধ কর্মকাণ্ডগুলো বন্ধ করা হোক।
মানববন্ধনের পূর্বে, এলাকার এক মুসল্লির জানাজা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়, যেটি নিয়ে স্থানীয়দের অনেক কষ্ট হয়। তাই জানাজার পর সবাই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং পাঁচটি সমাজের গণমান্য মুরুব্বীরা উপস্থিত ছিলেন। তারা একত্রিত হয়ে মাঠের পবিত্রতা রর্ক্ষুাতে এবং ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এই মানববন্ধনটি স্থানীয় সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মুসল্লিরা আশাবাদী যে, প্রশাসন তাদের দাবি ও আবেদনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ঈদগাহ মাঠের ঐতিহ্য রর্ক্ষুাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।