ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ওসমান সাম্রাজ্যের বলয়ে মাস্টার মাইন্ড এস এম রানা আত্মগোপনে থেকেও দখল বাণিজ্য চলছে Logo প্রধান উপদেষ্টার সঙ্গে শান্তদের সাক্ষাৎ আজ Logo টরন্টোতে দ্যুতি ছড়ালেন মেহজাবীন Logo দ্বিতীয় বিতর্ক চায় কমলা শিবির Logo বিশ্বব্যাংক-এডিবি দেবে ১৭৫ কোটি ডলার Logo গণঅভ্যুত্থানে আহত-নিহতের পরিবারকে সহায়তায় গঠিত হলো ফাউন্ডেশন Logo উগ্রবাদ ইস্যুতে ভারতের মনোভাবের পরিবর্তন প্রয়োজন: পররাষ্ট্র উপদেষ্টা Logo সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান গ্রেফতার Logo নাঃগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে সাধারণ ছাত্রজনতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) অংশ গ্রহণ Logo সোনারগাঁয়ে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা বাড়ি ঘর ও গরু লুটপাট চালিয়েছে -থানায় অভিযোগ

মেয়ে প্রেমিকের সঙ্গে পালানোয় বিষ পান করলেন বাবা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রাম থেকে কলেজ পড়ুয়া মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় কীটনাশক পান করেছেন বাবা। এতে রতন রায় (৫২) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে এবং তিন সন্তানের জনক। মেয়ে প্রত্যাশা রায় সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। ময়নাতদন্তের জন্য দুপুরে লাশ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রতনের স্ত্রী চম্পা রানী বলেন, সম্প্রতি মেয়ে কাউকে কিছু না জানিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। বিষয়টি কোনোভাবেই মানতে পারেননি তার বাবা। এ নিয়ে হতাশ হয়ে পড়েন। সোমবার রাতের খাবার খেয়ে বিছানায় যান। ভোরে উঠে তাকে না দেখে খোঁজাখুঁজি করি। এরপর বাড়ির লোকজন ঘরের পাশে বাগানে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় দেখতে পান। উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াশ করেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

লাশ উদ্ধারের কাজে থাকা আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ বরিশালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা যাচ্ছে, মেয়ে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ার বিষয়টি মেনে নিতে পারেননি রতন। এ কারণে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ওসমান সাম্রাজ্যের বলয়ে মাস্টার মাইন্ড এস এম রানা আত্মগোপনে থেকেও দখল বাণিজ্য চলছে

মেয়ে প্রেমিকের সঙ্গে পালানোয় বিষ পান করলেন বাবা

আপডেট সময় ০৩:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রাম থেকে কলেজ পড়ুয়া মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় কীটনাশক পান করেছেন বাবা। এতে রতন রায় (৫২) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে এবং তিন সন্তানের জনক। মেয়ে প্রত্যাশা রায় সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। ময়নাতদন্তের জন্য দুপুরে লাশ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রতনের স্ত্রী চম্পা রানী বলেন, সম্প্রতি মেয়ে কাউকে কিছু না জানিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। বিষয়টি কোনোভাবেই মানতে পারেননি তার বাবা। এ নিয়ে হতাশ হয়ে পড়েন। সোমবার রাতের খাবার খেয়ে বিছানায় যান। ভোরে উঠে তাকে না দেখে খোঁজাখুঁজি করি। এরপর বাড়ির লোকজন ঘরের পাশে বাগানে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় দেখতে পান। উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াশ করেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

লাশ উদ্ধারের কাজে থাকা আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ বরিশালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা যাচ্ছে, মেয়ে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ার বিষয়টি মেনে নিতে পারেননি রতন। এ কারণে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।