প্রতিদিনের ন্যায় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে খানপুর হাসপাতালে আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশনা ও জহির আহমেদ সোহেলের সার্বিক তত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এর পূর্বে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল খানপুর হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত কিট, বৃক্ষরোপন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন। সে সময় তিনি বলেছিলেন, আমি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে তাহলে ৫ আসনের উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। এছাড়াও তিনি বলেছেন দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয় তাহলে তার হয়ে আমরা কাজ করবো। আমি মনোনয়ন প্রত্যাশী হলেও দলের হাইকমান্ড আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই কাজ করবো।
প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল বলেন, যদিও আমার ভাই মনোনয়নের জন্য নির্বাচিত হননি তবুও আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো। স্বাস্থ্যখাতে আমাদের এ কর্মসূচী চলমান থাকবে। এছাড়াও নগীরর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারেও আমাদের লোকজন প্রতিনিয়ত কাজ করে চলেছে।
উল্লেখ্য, গত রবিবার (৩ নভেম্বর) রাতে বিএনপির হাইকমান্ড থেকে ২৩২টি আসনের প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষনা করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জের ১, ২, ৩ ও ৫ আসনের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। ৫ আসনে কয়েকজন প্রার্থীর মধ্যে নব্য যোগদানকারী ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত করা হয়।
ঢাকা
,
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনোনয়ন না পেয়েও বাবুলের নির্দেশ খানপুর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ১১:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- 3
জনপ্রিয় সংবাদ


















