নিজস্ব প্রতিনিধি- অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ কেন্দ্রীক একটি অলাভজনক, অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ গ্রুপ এর ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ গ্রুপ এর পরিবারের পক্ষ থেকে মনোরম পরিবেশে চায়ের আড্ডা মিলনমেলার মধ্য দিয়ে আনন্দময় বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আয়োজনে উপস্থিতিদের জন্য রেফেল ড্র, উদ্যোক্তাদের সন্মাননা ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সংঙ্গীত পরিবেশনসহ বর্ষ পূর্তী উপলক্ষে কেক কাটা হয়।
২ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের খাঁনপুর বরফকল চৌরঙ্গী পার্কের ভাসমান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের এডমিন নারী উদ্যোক্তা তাবাসসুম ঝুমি’র সার্বিক ব্যবস্থাপনায় এবং মডারেটর নুসরাত হোসেন রিফাত ও রাকিব হাসান সাগরের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পদ্মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান অপূর্ব, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সুলতানা মেমোরিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানা, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি এর সোনারগাঁও থানা কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ জান্নাতুল ভূইয়া, বন্দর কমিটির সাধারণ সম্পাদক গাজী শাহ আলম,সমাজ সেবক মিঠুন,জুলহাস,মফিজুল ইসলামও আলম।
এসময় নারী উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্লাটফর্ম এর এডমিন নারী উদ্যোক্তা ফারজানা,নারী উদ্যোক্তা ঝর্ণা আক্তার, নারী উদ্যোক্তা নীলা আহম্মেদ নিশি,নারী উদ্যোক্তা সুইটি,রন্ধন শিল্পী আছমা আক্তার, নারী উদ্যোক্তা মাহফুজা আক্তার মুক্তাসহ গ্রুপের অন্যান্য বৃক্তিবর্গ।















