৩ নভেম্বর সোমবার বাদ এশা আলীনগর জার্মান প্রবাসী আলমগীর হোসাইন’র বাড়িতে এবং তার সঞ্চালনায় উঠান বৈঠকে অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
এবিএম সিরাজুল মামুন বলেন, আসলে আমি কিন্তু রাজনীতিবিদ না কোন রাজনৈতিক নেতাও না, আমি একজন দিনের প্রচারক। ইসলামের কথা বলি। আসলে বাদশাহ তো হলেন আল্লাহ। আর যিনি তার হুকুম অনুযায়ী শাসন করেন তিনি হলেন খলিফা। আজকের যে রাষ্ট্র ব্যবস্থা বিনা সুদে ঋন দেয়না। ইসলাম সুদের বিষয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই সুদ দেওয়া নেওয়া উভয়ই খারাপ। বিদায় হজ্বে নবী করিম (স:) সুদকে হারাম করেছে। যদি আল্লাহ ভিরু লোক এদেশ শাসন না করে তবে এদেশ ঠিক হবে না, আবার আগের মতো হয়ে যাবে। তাহলে কিন্তু শান্তি হবে না। একথা গুলো ইসলামিক দল ছাড়া কেউ বলবেনা। আমরা সকল ইসলামী দল গুলো এখনো এক আছি। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা দরকার। ইসলামিক দল থেকে যদি কেউ নির্বাচিত হয় অন্তত পক্ষে দূর্নীতি হবে না। দূর্নীতি মুক্ত দেশ থাকবে। তাই ইসলামী শক্তি কায়েম করুন। আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই। যুবকদের প্রথম ভোট ইসলামী দলের পক্ষে হোক।
এতে আরো বক্তব্য রাখেন, মো. ইসমাইল, মো. শাহআলম, এড. রবিন, মুরাদ মাষ্টার, আলমগীর হোসাইন, আনিসুল ইসলাম আনিস, মো. মাসুম,
বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৭ নভেম্বর ঘারমোড়া ঈদগাঁ ময়দানে সমাবেশ হবে। তা সফল করার জন্য সকল সদস্যদের অনুরোধ করা হয়।















