ঢাকা , বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা: ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা Logo নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ গ্রুপ পরিবারের ২য় বর্ষ পদার্পণ উপলক্ষে চায়ের আড্ডা অনুষ্ঠিত Logo সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করলো আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা Logo বন্দরে লারিজ ফ্যাশন লিঃ মহিলা শ্রমিকের মৃত্যুতে মহাসড়ক অবরোধ Logo ঢাকা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত Logo বন্দরে খেলাফত মজলিসের উঠান বৈঠক Logo আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে লিফলেট বিতরণ করেন- মো. বরকতুল্লাহ Logo বন্দর বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২ Logo বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আজমীর গ্রেপ্তার Logo ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়া পঞ্চায়েত কমিটির: হানিফ সরদার ও হীরা সরদারের উদ্যোগে

নারায়ণগঞ্জ হাই স্কুল ২০০৪ ব্যাচের প্রীতি ক্রিকেট টূর্ণা‌মেন্ট

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ হাই স্কুল ২০০৪ ব্যাচের প্রীতি ক্রিকেট টূর্ণা‌মেন্ট অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সি‌টি পা‌র্ক মা‌ঠে এ খেলার আয়োজন করা হয়। ‌ব‌্যবসায়ী, রাজনী‌তি‌বিদ, সাংবা‌দিক, চি‌কিৎসক, ইঞ্জ‌নিয়ার, শিক্ষক, ব‌্যাংকার, নর সুন্দর, বাধক নানা পেশায় নি‌য়ো‌জিত বন্ধুরা এতে অংশ নেয়। এ খেলা‌কে কেন্দ্র ক‌রে জার্সি ও ক্যাপে ফুটে ওঠে আমাদের স্কুলের গর্ব, ব্যাচের পরিচয়, আর বন্ধুত্বের রঙ।

এরআগে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টূর্ণা‌মেন্টে বন্ধু‌দের থে‌কে মিনার ও ডিউ এ দুইজনকে অ‌ধিনায়কের দা‌য়িত্ব দেয়া হয়। এরপর মা‌ঠে নে‌মেই শুরু হয় টানটান উত্তেজনা। দুই দলেই ছিলো প্রাণবন্ত অংশগ্রহণ।

মিনারের টিমে খে‌লোয়াড় হি‌সে‌বে অংশ নি‌য়ে‌ছে বিশ্বজিৎ, সমীর, সৈয়দ লিংকন, আরিফ, অভি, সনি, পলাশ, সজীব, সুজন, ফয়সাল, প্রসেনজিৎ এবং ডিউয়ের টিমমে বাপন, দীপংকর, রজত, সৌরভ, দাস পলাশ, শেজান, রাজন, জয়, রবিন, শাওন, রাজন পাশী।

দুই দলেরই উদ্দেশ্য ছিলো একটাই সুন্দর একটি ম্যাচ উপহার দেওয়া। ফলাফল যাই হোক, আনন্দই ছিলো সবার মুখ্য। মাঠে চার-ছক্কার ঝলক, হাসির ফোয়ারা, আর উৎসবমুখর পরিবেশে ড্র তেই সম্পন্ন হয় প্রাণবন্ত ক্রিকেট খেলা।

এদি‌কে, ব‌্যস্ততার কারণ নি‌য়ে এবা‌রো সক‌লের প্রিয়মুখ চল‌চ্চিত্র অ‌ভি‌নেতা বাপ্পী রেজিস্ট্রেশন করেও বন্ধু‌দের সা‌থে মাঠে উপস্থিত হতে পারেনি। তবে সবাইকে শুভকামনা জানিয়েছেন। এছাড়াও মা‌ঠে উপ‌স্থিত না হ‌লেও দুপু‌রে মি‌লেমি‌শে ভোজ‌নে অংশ নেয় জসিম, নান্টু, রাজীব, মিঠুন, তুষার, রিংকু ও মিঠু। প‌রি‌শে‌ষে, বন্ধু‌ত্বের বন্ধন ২১ বছর উদযাপন উপল‌ক্ষে কেক কেটে একে অপ‌রের সা‌থে ভালবাসা ভাগাভা‌গি করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা: ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা

নারায়ণগঞ্জ হাই স্কুল ২০০৪ ব্যাচের প্রীতি ক্রিকেট টূর্ণা‌মেন্ট

আপডেট সময় ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ হাই স্কুল ২০০৪ ব্যাচের প্রীতি ক্রিকেট টূর্ণা‌মেন্ট অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সি‌টি পা‌র্ক মা‌ঠে এ খেলার আয়োজন করা হয়। ‌ব‌্যবসায়ী, রাজনী‌তি‌বিদ, সাংবা‌দিক, চি‌কিৎসক, ইঞ্জ‌নিয়ার, শিক্ষক, ব‌্যাংকার, নর সুন্দর, বাধক নানা পেশায় নি‌য়ো‌জিত বন্ধুরা এতে অংশ নেয়। এ খেলা‌কে কেন্দ্র ক‌রে জার্সি ও ক্যাপে ফুটে ওঠে আমাদের স্কুলের গর্ব, ব্যাচের পরিচয়, আর বন্ধুত্বের রঙ।

এরআগে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টূর্ণা‌মেন্টে বন্ধু‌দের থে‌কে মিনার ও ডিউ এ দুইজনকে অ‌ধিনায়কের দা‌য়িত্ব দেয়া হয়। এরপর মা‌ঠে নে‌মেই শুরু হয় টানটান উত্তেজনা। দুই দলেই ছিলো প্রাণবন্ত অংশগ্রহণ।

মিনারের টিমে খে‌লোয়াড় হি‌সে‌বে অংশ নি‌য়ে‌ছে বিশ্বজিৎ, সমীর, সৈয়দ লিংকন, আরিফ, অভি, সনি, পলাশ, সজীব, সুজন, ফয়সাল, প্রসেনজিৎ এবং ডিউয়ের টিমমে বাপন, দীপংকর, রজত, সৌরভ, দাস পলাশ, শেজান, রাজন, জয়, রবিন, শাওন, রাজন পাশী।

দুই দলেরই উদ্দেশ্য ছিলো একটাই সুন্দর একটি ম্যাচ উপহার দেওয়া। ফলাফল যাই হোক, আনন্দই ছিলো সবার মুখ্য। মাঠে চার-ছক্কার ঝলক, হাসির ফোয়ারা, আর উৎসবমুখর পরিবেশে ড্র তেই সম্পন্ন হয় প্রাণবন্ত ক্রিকেট খেলা।

এদি‌কে, ব‌্যস্ততার কারণ নি‌য়ে এবা‌রো সক‌লের প্রিয়মুখ চল‌চ্চিত্র অ‌ভি‌নেতা বাপ্পী রেজিস্ট্রেশন করেও বন্ধু‌দের সা‌থে মাঠে উপস্থিত হতে পারেনি। তবে সবাইকে শুভকামনা জানিয়েছেন। এছাড়াও মা‌ঠে উপ‌স্থিত না হ‌লেও দুপু‌রে মি‌লেমি‌শে ভোজ‌নে অংশ নেয় জসিম, নান্টু, রাজীব, মিঠুন, তুষার, রিংকু ও মিঠু। প‌রি‌শে‌ষে, বন্ধু‌ত্বের বন্ধন ২১ বছর উদযাপন উপল‌ক্ষে কেক কেটে একে অপ‌রের সা‌থে ভালবাসা ভাগাভা‌গি করা হয়।