বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ১৭ বছর রাজপথে নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মীদের চোখে আজ আশার আলো জ্বলেছে। আমাদের প্রাণের নেতা তারেক রহমান আমাকে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বপ্নকে মূল্যায়ন করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর এলাকায় এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি।আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।নারী সমাবেশে সভাপতিত্ব
করেন বিএনপি নেতা মাসুম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, আজহারুল ইসলাম মান্নানের বড় মেয়ে মারিয়া ইসলাম মুন্নি ও পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।মারিয়া ইসলাম মুন্নি বলেন, ধানের শীষ মানে মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। নারায়ণগঞ্জ-৩ আসনের নারীরা আজ জেগে উঠেছে। আমরা নারী সমাজ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখব। সাদিয়া ইসলাম জুঁই বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীরা নিরাপদ জীবন, কর্মসংস্থান ও অধিকার ফিরে পাবে।তাই আসন্ন নির্বাচনে আমরা নারীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেব এবং বিজয় নিশ্চিত করব।এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা বি.এম ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারী, সহ-প্রচার সম্পাদক সোরহাব হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আজহারুল ইসলাম মান্নান তার পরিবারের সদস্য ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে নারীদের মাঝে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
ঢাকা
,
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নান
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ১১:২১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- 1
জনপ্রিয় সংবাদ


















