একের পর এক আক্রমণে শুরু থেকেই ঝড় তুললো লিভারপুল। তাদের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। লড়াইটা যেন চলছিল কোর্তোয়া বনাম লিভারপুলের। যদিও শেষ রক্ষা হয়নি। দারুণ ছন্দে থাকা রিয়ালকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিলো আর্নে স্লটের দল।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির ৬১ তম মিনিটে ব্যবধান গড়ে দিয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই শেষ পর্যন্ত রিয়ালকে ১-০ গোলে হারায় লিভারপুল।
গেল সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল। দুর্দান্ত ছন্দে থাকা দলটি যেন হঠাৎ বদলে গেল। পুরো ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য দেখায় লিভারপুল। গোলের জন্য ১৭টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে ৯টি। আর নিজেদের খুঁজে ফেরা রেয়ালের আট শটের কেবল দুটিই লক্ষ্যে ছিল।
ম্যাচের শুরু থেকে আক্রমণ চালিয়েও কার্যকর কিছু করতে পারেনি রিয়াল। উল্টো ২৭তম মিনিটে প্রায় গোল খেতে বসেছিল তারা। পাল্টা আক্রমণের সুযোগ পেয়ে যায় লিভারপুল, যদিও কোর্তোয়ার দেয়াল ভাঙা যায়নি। সোবোসলাইয়ের জোরাল শট অবিশ্বাস্য দক্ষতায় ডান পা দিয়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে লিভারপুলের গোলকিপার গিওর্গিও মামারদাশভিলির একবার কেবল পরীক্ষা নিতে পারে রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জুড বেলিংহামের শট পা দিয়ে ঠেকান।
























