ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানাল আইপিএলের ৩ দল Logo নিজের রাজনৈতিক মতাদর্শ পরিষ্কার করলেন শবনম ফারিয়া Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত Logo মুন্সীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযান অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ আসামি গ্রেফতার Logo জীবনের শেষ প্রান্তে এসে জনগণের জন্য রাজনীতি মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন চান সিনহা, লৌহজংয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo লৌহজংয়ে মিলাদুন্নবী (সা.) রেলি ও মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ Logo দুর্নীতির রাজনীতি নয়, সেবার রাজনীতি চাই লৌহজংয়ে রিপনের ঘোষণা Logo আমাদের প্রাণের দাবি ছিল এই এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের,সরকার সেটা করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী Logo মুন্সিগঞ্জে দু’ই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬ Logo মরহুম মাওলানা শামসুদ্দিন হুজুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন, চালকসহ দগ্ধ ২

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। এতে অ্যাম্বুলেন্স চালক ও এক নারী রোগী দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের এই হাসপাতালের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

দগ্ধরা হলেন- এ্যাম্বুলেন্স যাত্রী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম ও এ্যাম্বুলেন্স চালক শহরের জল্লারপাড় এলাকার বাসিন্দা বিজয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের মনোয়ারা বেগম অসুস্থ নাতিকে নিয়ে জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। পরে ভাড়া করা এ্যাম্বুলেন্সে ওঠার সময় বিকট শব্দে বিস্ফোরণে এ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। হাসপাতালে রোগী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে এ্যাম্বুলেন্স চালক বিজয়ের হাত ও শরীরের অংশ এবং মনোয়ারা বেগমের শরীরের ডান পাশের অংশ দগ্ধ হয়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে অ্যাম্বুলেন্সের মালিক ইকবাল খান বলেন, রোগি উঠানোর উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সটি হাসপাতালের সামনে রাখা হয়েছিল। গাড়ির দরজা খোলার সাথে সাথে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রাত ৮ টা ৫ মিনিটে হঠাৎ করে অ্যাম্বুলেন্সে আগুন লাগে। অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রোগি নিয়ে যাওয়ার জন্য (স্টার্ট) চালু দিলে আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে কোন রোগি ছিলনা। তবে অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে নেওয়া হয়েছে। এছাড়া আর কেউ দগ্ধ বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় হাসপাতালের অনেক রোগির মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছিল। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও রোগিদের শান্ত করে।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের ভেতরে দুটি সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। আগুনের ব্যাপকতা অনেক বেশি ছিল। ধারণা করা হচ্ছে সেই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানাল আইপিএলের ৩ দল

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন, চালকসহ দগ্ধ ২

আপডেট সময় ১১:৩১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। এতে অ্যাম্বুলেন্স চালক ও এক নারী রোগী দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের এই হাসপাতালের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

দগ্ধরা হলেন- এ্যাম্বুলেন্স যাত্রী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম ও এ্যাম্বুলেন্স চালক শহরের জল্লারপাড় এলাকার বাসিন্দা বিজয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের মনোয়ারা বেগম অসুস্থ নাতিকে নিয়ে জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। পরে ভাড়া করা এ্যাম্বুলেন্সে ওঠার সময় বিকট শব্দে বিস্ফোরণে এ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। হাসপাতালে রোগী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে এ্যাম্বুলেন্স চালক বিজয়ের হাত ও শরীরের অংশ এবং মনোয়ারা বেগমের শরীরের ডান পাশের অংশ দগ্ধ হয়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে অ্যাম্বুলেন্সের মালিক ইকবাল খান বলেন, রোগি উঠানোর উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সটি হাসপাতালের সামনে রাখা হয়েছিল। গাড়ির দরজা খোলার সাথে সাথে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রাত ৮ টা ৫ মিনিটে হঠাৎ করে অ্যাম্বুলেন্সে আগুন লাগে। অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রোগি নিয়ে যাওয়ার জন্য (স্টার্ট) চালু দিলে আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে কোন রোগি ছিলনা। তবে অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে নেওয়া হয়েছে। এছাড়া আর কেউ দগ্ধ বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় হাসপাতালের অনেক রোগির মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছিল। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও রোগিদের শান্ত করে।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের ভেতরে দুটি সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। আগুনের ব্যাপকতা অনেক বেশি ছিল। ধারণা করা হচ্ছে সেই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা সম্ভব হবে।