দেশে যৌতুক বিরোধী আইন রয়েছে, সে আইনে শাস্তির ব্যবস্থাও রয়েছে। যে আইন লংঘন করবেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এটাই সত্যি এবং বাস্তব। কিন্তু তার পরেও কেন মানুষ জেনেশুনে সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছেন? একের পরে এক যৌতুকের কারণে মায়ের জাতি নারী কেন নির্যাতিত হচ্ছেন? এর একমাত্র কারণ হলো আমাদের দুর্বলতা। যে কারণে দিনের দিন আইনের প্রতি সন্মান এবং শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সমাজে মানুষ নামে এমন কিছু কীট আছেন যাদের ভালো মন্দ বুঝার বোধশক্তি থাকেনা।যে কোন উপায়েই হোক তাকে টাকা জোগাড় করতেই হবে। আর সে টাকা জোগাড় করতে গিয়ে যৌতুক নামেের নির্যাতনের হাতিয়ারটি সহজ পথ হিসেবে বেছে নেয়। আধুনিক কম্পিউটার প্রযুক্তির যুগে বাস করছি কিন্তু তার পরেও কিছু মানুষের মন- মানসিকতার বিন্দুমাত্র ছোঁয়া লাগেনি। তারা যৌতুক নামের ব্যাধিকে লালন করে চলেছেন।এই সমস্ত যৌতুক লোভী নর পশুদের হাত হতে মায়ের জাতি নারীকে রক্ষা করতে হবে। নির্বোধ, রক্তচোষা, ও যৌতুক লোভী মানুষকে ঘৃণা করতে হবে। যৌতুকের দাবি উঠলেই কঠোর ভাবে তার প্রতিবাদ করতে হবে এবং যৌতুক চাওয়ার কারণে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। আমাদের দেশে অনেকেই জানেন না যৌতুক বিরোধী আইন কখন, কিভাবে, কার বিরুদ্ধে প্রয়োগ করতে হবে। এ ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারনা দরকার। গত১৪ অক্টোবর নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক গুলোতে বিভিন্ন শিরোনামে নারায়ণগঞ্জ বন্দর থানার সিরাজদৌল্লা এলাকায় যৌতুকের কারণে নববধূকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার একটি সংবাদ ছাপানো হয়। সংবাদটি আমাদের দৃষ্টিতে আসে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ রইল। কেননা একজন অপরাধী যদি তার প্রাপ্য শাস্তি ভোগ করতে না পারে তাহলে সে আরেকটি আপরাধ করতে উৎসাহিত হয়।
ঢাকা
,
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










যৌতুকের কারণে গৃহবধূকে নির্যাতন
-
কিরণ শংকর দে
- আপডেট সময় ০৯:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- 76
জনপ্রিয় সংবাদ