ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লাখনউকে উড়িয়ে গুজরাটের সঙ্গে দ্বিতীয় সেমির টিকেট কাটল মুম্বাই

কোহিলির সঙ্গে লাখনউর গৌতম গম্ভীর আর নাভিন উল হকের মাঠ ও মাঠের বাইরের গত কদিনের ‘শীতল’ লড়াইয়ের দেখে অনেকের প্রত্যাশা ছিল বেঙ্গালুরু-লাখনউ শেষ চারে মুখোমুখি হোক।ফের তুমুল প্রতিদ্বন্দ্বিতা আর বারুদে লড়াইয়ের এক ম্যাচ উপভোগ করা যাবে।

গিলের অনবদ্য সেঞ্চুরিতে গুজরাটের বিপক্ষে আরসিবি বাঁচা-মরার ম্যাচ হারলে সেটি আর হয়নি।আর শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এলিমেনটরে জায়গা করে নেওয়া মুম্বাইয়ের বিপক্ষে লাখনোর ম্যাচটিতেও হয়নি কোন প্রতিদ্বন্দ্বীতা।চেন্নাইয়ে গৌতম গম্ভীরের শিষ্যদের ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গুজরাটের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের টিকেট কাটল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স

হারলেই বিদায়- এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই।কেউ ফিফটি না পেলেও দলের সবার সম্মিলিত প্রয়াসে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান তুলে পাঁচবারের শিরোপাধারীরা।দলীয় সর্বোচ্চ ২৩ বলে ৪১ আসে ক্রিস গ্রিনের ব্যাট থেকে।সূর্যকুমারের করেন ২০ বলে ৩৩ রান।চার ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি লাখনোর আলোচিত পেসার নাভিন।

জবাবে ব্যাট করতে মুম্বাইয়ের বোলিং তোপে মাত্র ১৬.৩ বল ঠিকতে পারে লখনও।গুটিয়ে যায় ১০১ রানে।মিডিয়াম পেসার আকাশ মাদওয়াল একাই ধসিয়ে দেন স্টয়নিস-পুরানদেন। ম্যাচ শেষে তার বোলিং বিশ্লেষণ ৩.৩-০-৫-৫!

ফাইনালে উঠার মিশনে আগামীকাল গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নিতাইগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

লাখনউকে উড়িয়ে গুজরাটের সঙ্গে দ্বিতীয় সেমির টিকেট কাটল মুম্বাই

আপডেট সময় ০৩:৪০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

কোহিলির সঙ্গে লাখনউর গৌতম গম্ভীর আর নাভিন উল হকের মাঠ ও মাঠের বাইরের গত কদিনের ‘শীতল’ লড়াইয়ের দেখে অনেকের প্রত্যাশা ছিল বেঙ্গালুরু-লাখনউ শেষ চারে মুখোমুখি হোক।ফের তুমুল প্রতিদ্বন্দ্বিতা আর বারুদে লড়াইয়ের এক ম্যাচ উপভোগ করা যাবে।

গিলের অনবদ্য সেঞ্চুরিতে গুজরাটের বিপক্ষে আরসিবি বাঁচা-মরার ম্যাচ হারলে সেটি আর হয়নি।আর শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এলিমেনটরে জায়গা করে নেওয়া মুম্বাইয়ের বিপক্ষে লাখনোর ম্যাচটিতেও হয়নি কোন প্রতিদ্বন্দ্বীতা।চেন্নাইয়ে গৌতম গম্ভীরের শিষ্যদের ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গুজরাটের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের টিকেট কাটল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স

হারলেই বিদায়- এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই।কেউ ফিফটি না পেলেও দলের সবার সম্মিলিত প্রয়াসে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান তুলে পাঁচবারের শিরোপাধারীরা।দলীয় সর্বোচ্চ ২৩ বলে ৪১ আসে ক্রিস গ্রিনের ব্যাট থেকে।সূর্যকুমারের করেন ২০ বলে ৩৩ রান।চার ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি লাখনোর আলোচিত পেসার নাভিন।

জবাবে ব্যাট করতে মুম্বাইয়ের বোলিং তোপে মাত্র ১৬.৩ বল ঠিকতে পারে লখনও।গুটিয়ে যায় ১০১ রানে।মিডিয়াম পেসার আকাশ মাদওয়াল একাই ধসিয়ে দেন স্টয়নিস-পুরানদেন। ম্যাচ শেষে তার বোলিং বিশ্লেষণ ৩.৩-০-৫-৫!

ফাইনালে উঠার মিশনে আগামীকাল গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।