স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সংগঠনের কার্যালয়ে প্রার্থীরা নির্বাচন বোর্ডের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে সাধারণ গ্রুপ থেকে ১৬ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য যে, আগামী ৩ মে নির্বাচন বোর্ড কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পাদনের পর আগামী ১০ মে বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।তফসিল অনুযায়ী আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। সাধারণ গ্রুপ থেকে ৭২১ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচন বোর্ডের দায়িত্বে চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রবীর কুমার সাহা, সদস্য মোঃ হাবিব ইব্রাহিম এবং ব্যারিস্টার মেহেদী হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ)।
নির্বাচন আপিল বোর্ডের দায়িত্বে চেয়ারম্যান হিসেবে আছেন আলহাজ্ব মোহাম্মদ আইউব, সদস্য হিসেবে রয়েছেন আলহাজ্ব মোঃ নিছারউদ্দিন কামাল ও মোঃ মকবুল হোসেন।