ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে রেললাইন ছাড়লো শিক্ষার্থীরা

রেললাইন থেকে সরে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (১২ মার্চ) রাত পোনে ১১টার দিকে পুলিশের বিশেষ শাখা ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা জলকামান নিয়ে অভিযানের প্রস্তুতি নিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

এর আগে সন্ধ্যা ৭টা থেকে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা রেলের একটি স্লিপার ও অন্তত ৯২টি পেন্ডেল খুলে নেয়। পরে শিক্ষার্থীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে দেয়। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন কৃষি অনুষদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সাড়ে ১০টার দিকে জলকামান নিয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের বিশেষ শাখা সিআরটির সদস্যরা। একই সময় ঘটনাস্থলে আসেন রাজশাহী পুলিশ কমিশনার আনিসুর রহমানসহ পুলিশের ঊধ্বর্তন কর্তাব্যক্তিরা। তারা মাইকিং করে শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে আবাসিক হলে চলে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে ক্যাম্পাসে চলে আসে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পুলিশের অভিযানে রেললাইন ছাড়লো শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:৫৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

রেললাইন থেকে সরে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (১২ মার্চ) রাত পোনে ১১টার দিকে পুলিশের বিশেষ শাখা ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা জলকামান নিয়ে অভিযানের প্রস্তুতি নিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

এর আগে সন্ধ্যা ৭টা থেকে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা রেলের একটি স্লিপার ও অন্তত ৯২টি পেন্ডেল খুলে নেয়। পরে শিক্ষার্থীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে দেয়। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন কৃষি অনুষদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সাড়ে ১০টার দিকে জলকামান নিয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের বিশেষ শাখা সিআরটির সদস্যরা। একই সময় ঘটনাস্থলে আসেন রাজশাহী পুলিশ কমিশনার আনিসুর রহমানসহ পুলিশের ঊধ্বর্তন কর্তাব্যক্তিরা। তারা মাইকিং করে শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে আবাসিক হলে চলে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে ক্যাম্পাসে চলে আসে।