ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ছাড়পত্র পেলেই ‘দরদ’ মুক্তি

নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় প্রেক্ষাগৃহে পুরোনো সিনেমা চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তুফান, লিপস্টিক ও আগন্তুক সিনেমাগুলো নতুন করে মুক্তি দেওয়া হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও নতুন সিনেমা সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ছবি মুক্তি দিতে পারছেন না প্রযোজক ও পরিচালকরা।

এই তালিকায় রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা দরদ। প্রথমবারের মতো তাকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশ করা হয়েছে সিনেমার ফার্স্টলুক পোস্টার। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানালেন নির্মাতা অনন্য মামুন। ছবিটি মুক্তির বিষয়ে সময়ের আলোকে পরিচালক অনন্য মামুন বলেন, “দরদ ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির প্রক্রিয়া শুরু করব। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। উৎসবমুখর পরিবেশেই ছবিটি মুক্তি পাবে।’

কথায় কথায় এই নির্মাতা আরও বলেন, আমরা শুধু দেশেই নয়, দেশের বাইরে ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রচার করছি। ইতিমধ্যে ভারতে ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়েছি। দরদ সিনেমাটি দারুণ আশাবাদী অনন্য মামুন। তিনি বলেন, ‘দরদ একটি ভালো সিনেমা। এই সিনেমা দেখতে দর্শক হলে আসবেই। ‘দরদ’ মুক্তি পেয়ে ইতিহাস গড়বে।”

সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। খলনায়কের ভূমিকায় আছেন রাহুল দেব। আরও অভিনয় করেছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ।

বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে এমনটাই জানিয়েছেন এই নির্মাতা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ছাড়পত্র পেলেই ‘দরদ’ মুক্তি

আপডেট সময় ০৮:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় প্রেক্ষাগৃহে পুরোনো সিনেমা চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তুফান, লিপস্টিক ও আগন্তুক সিনেমাগুলো নতুন করে মুক্তি দেওয়া হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও নতুন সিনেমা সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ছবি মুক্তি দিতে পারছেন না প্রযোজক ও পরিচালকরা।

এই তালিকায় রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা দরদ। প্রথমবারের মতো তাকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশ করা হয়েছে সিনেমার ফার্স্টলুক পোস্টার। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানালেন নির্মাতা অনন্য মামুন। ছবিটি মুক্তির বিষয়ে সময়ের আলোকে পরিচালক অনন্য মামুন বলেন, “দরদ ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির প্রক্রিয়া শুরু করব। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। উৎসবমুখর পরিবেশেই ছবিটি মুক্তি পাবে।’

কথায় কথায় এই নির্মাতা আরও বলেন, আমরা শুধু দেশেই নয়, দেশের বাইরে ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রচার করছি। ইতিমধ্যে ভারতে ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়েছি। দরদ সিনেমাটি দারুণ আশাবাদী অনন্য মামুন। তিনি বলেন, ‘দরদ একটি ভালো সিনেমা। এই সিনেমা দেখতে দর্শক হলে আসবেই। ‘দরদ’ মুক্তি পেয়ে ইতিহাস গড়বে।”

সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। খলনায়কের ভূমিকায় আছেন রাহুল দেব। আরও অভিনয় করেছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ।

বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে এমনটাই জানিয়েছেন এই নির্মাতা।