ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ নেতাকর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ, মোটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ উপলক্ষে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকলে সদর উপজেলার পাইকপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘আমাদের কিছু নেতাকর্মীরা আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেন।’

এ ব্যাপারে কথা বলার জন্য কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মুঠোফোনে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতাকর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ, মোটরসাইকেলে আগুন

আপডেট সময় ০৪:১৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ উপলক্ষে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকলে সদর উপজেলার পাইকপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘আমাদের কিছু নেতাকর্মীরা আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেন।’

এ ব্যাপারে কথা বলার জন্য কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মুঠোফোনে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’