ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আবারও সন্তানের মা হলেন গওহর খান Logo বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি Logo চীনে কিমের স্পর্শ করা জিনিস ঘষে ঘষে পরিষ্কার, কারণ অবাক করার মতো Logo মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা Logo কবি বদরুজ্জামান জামানকে মধ্যমণি করে কাব্যকথা সাহিত্য আড্ডা অনুষ্ঠিত Logo বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন ১৯৭১সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ঘোষক Logo গাউছিয়া ফুটপাত থেকে নিবাস বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ Logo নবিজীর জন্মদিন পালন নিয়ে বিরোধীতা কারীরা ইসলামে ফেতনার সৃষ্টি করছে- বাহাদুর শাহ Logo ফরিদপুরের খাটরায় সস্তা উন্নয়নের নামে দুর্নীতি! Logo বি এন পির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক নেতাকর্মীদের ঢল

তবু মাশরাফির অপেক্ষায় সিলেট

বিপিএলের একাদশতম আসর শুরু হতে বাকি নেই একদিনও। আগামীকাল সোমবার পর্দা উঠবে দেশের ক্রিকেটের এই মেগা আসরের। শনিবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে সিলেট স্ট্রাইকার্স। দলটির অনুশীলনে এদিন দেখা যায়নি মাশরাফি বিন মোর্ত্তজাকে।

অবশ্য মাশরাফির থাকার কথাও না অনুশীলনে। শনিবার সময়ের আলোর প্রতিবেদনে মাশরাফির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছিল, এবারের বিপিএলে খেলা হচ্ছে না মাশরাফির। না খেলাটাই স্বাভাবিক। পরিস্থিতি বলতে গেলে তার অনুকূলে নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সংসদ সদস্য মাশরাফি নীরব রয়েছেন। তাকে মাঠে ফেরানোর ব্যাপারেও নীরব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সিলেট স্ট্রাইকার্সের কোচ জানালেন, এখনও দল অপেক্ষা করছে মাশরাফির জন্য। দলটির প্রধান কোচ একেএম মাহমুদ ইমন শনিবার মিরপুর বিসিবির একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে পরিষ্কার করে কিছু না জানাতে পারলেও জানিয়েছেন মাশরাফি দলের অবিচ্ছেদ্য অংশ। মাহমুদ ইমন বলেন, ‘আমাদের স্কোয়াডে এখনও আছে মাশরাফি। কারণ এই দলের অংশ মাশরাফি। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী; ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে তা হলে অবশ্যই খেলবে।’ বিপিএলে মাশরাফির না খেলার কারণ কী শুধুই ফিটনেস নাকি অন্য কোনো ইস্যুও জড়িত? এই প্রশ্নে ফিটনেসের কথাই বলেন সিলেট কোচ, ‘মাশরাফির সঙ্গে কথাবার্তা চলছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আবারও সন্তানের মা হলেন গওহর খান

তবু মাশরাফির অপেক্ষায় সিলেট

আপডেট সময় ১২:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

বিপিএলের একাদশতম আসর শুরু হতে বাকি নেই একদিনও। আগামীকাল সোমবার পর্দা উঠবে দেশের ক্রিকেটের এই মেগা আসরের। শনিবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে সিলেট স্ট্রাইকার্স। দলটির অনুশীলনে এদিন দেখা যায়নি মাশরাফি বিন মোর্ত্তজাকে।

অবশ্য মাশরাফির থাকার কথাও না অনুশীলনে। শনিবার সময়ের আলোর প্রতিবেদনে মাশরাফির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছিল, এবারের বিপিএলে খেলা হচ্ছে না মাশরাফির। না খেলাটাই স্বাভাবিক। পরিস্থিতি বলতে গেলে তার অনুকূলে নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সংসদ সদস্য মাশরাফি নীরব রয়েছেন। তাকে মাঠে ফেরানোর ব্যাপারেও নীরব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সিলেট স্ট্রাইকার্সের কোচ জানালেন, এখনও দল অপেক্ষা করছে মাশরাফির জন্য। দলটির প্রধান কোচ একেএম মাহমুদ ইমন শনিবার মিরপুর বিসিবির একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে পরিষ্কার করে কিছু না জানাতে পারলেও জানিয়েছেন মাশরাফি দলের অবিচ্ছেদ্য অংশ। মাহমুদ ইমন বলেন, ‘আমাদের স্কোয়াডে এখনও আছে মাশরাফি। কারণ এই দলের অংশ মাশরাফি। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী; ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে তা হলে অবশ্যই খেলবে।’ বিপিএলে মাশরাফির না খেলার কারণ কী শুধুই ফিটনেস নাকি অন্য কোনো ইস্যুও জড়িত? এই প্রশ্নে ফিটনেসের কথাই বলেন সিলেট কোচ, ‘মাশরাফির সঙ্গে কথাবার্তা চলছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে।’