ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে দেহ থেকে আলাদা হয়ে গেল গৃহবধূর মাথা

শরীয়তপুরের ডামুড্যায় ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে এক গৃহবধূর। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুরের মোল্লাবাড়ির সামনে ডামুড্যা-শরীয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৃহবধূ নাছিমা বেগম (৩২) ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দায়মী চরভয়রা গ্রামের ব্যবসায়ী মো. আসাদ হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী একই অটোতে থাকা নুরুল ইসলাম বলেন, আমরা ৬ জন মিলে ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে শরীয়তপুরে যাচ্ছিলাম। এমন সময় কুতুবপুর এলাকায় গেলে হঠাৎ একটা বিকট শব্দে আমরা কেঁপে উঠি এবং দেখি পাশে থাকা মহিলার দেহ থেকে মাথা আলাদা হয়ে সড়কে পড়ে গেল। এরপর অটো থামিয়ে দেখি অটোরিকশার মিটারের সঙ্গে মহিলার ওড়না পেঁচিয়ে আছে এক অংশ আরেক অংশ গলায় পেঁচানো।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা জানান, সকালে আমাকে একজন ফোন দিয়ে বলেন কুতুবপুরে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরপর আমি এসে ওসিকে ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলি।

ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলি এবং দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে দেহ থেকে আলাদা হয়ে গেল গৃহবধূর মাথা

আপডেট সময় ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

শরীয়তপুরের ডামুড্যায় ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে এক গৃহবধূর। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুরের মোল্লাবাড়ির সামনে ডামুড্যা-শরীয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৃহবধূ নাছিমা বেগম (৩২) ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দায়মী চরভয়রা গ্রামের ব্যবসায়ী মো. আসাদ হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী একই অটোতে থাকা নুরুল ইসলাম বলেন, আমরা ৬ জন মিলে ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে শরীয়তপুরে যাচ্ছিলাম। এমন সময় কুতুবপুর এলাকায় গেলে হঠাৎ একটা বিকট শব্দে আমরা কেঁপে উঠি এবং দেখি পাশে থাকা মহিলার দেহ থেকে মাথা আলাদা হয়ে সড়কে পড়ে গেল। এরপর অটো থামিয়ে দেখি অটোরিকশার মিটারের সঙ্গে মহিলার ওড়না পেঁচিয়ে আছে এক অংশ আরেক অংশ গলায় পেঁচানো।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা জানান, সকালে আমাকে একজন ফোন দিয়ে বলেন কুতুবপুরে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরপর আমি এসে ওসিকে ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলি।

ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলি এবং দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।