ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের তৃতীয় বিয়েও টিকল না। মীরা তার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে মীরা লেখেন, আমি, অভিনেত্রী মীরা বাসুদেবন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, গত আগস্ট ২০২৫ থেকে আমি সিঙ্গেল। আমি জীবনের অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পর্যায়ে আছি।
মীরা ও বিপিনের প্রথম পরিচয় জনপ্রিয় একটি টিভি সিরিয়ালের শুটিং সেটে। সময়ের সঙ্গে তাদের পেশাগত সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ায়। ২০২৪ সালের মে মাসে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। গত আগস্টে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেও কয়েক মাস পর সেই ঘোষণা দিলেন মীরা।

























